ফের সোশাল মিডিয়া কাঁপালেন এক নতুন বউ ৷ এই ভিডিওটিতে দেখতে পাওয়া হয়েছে বিয়ে হওয়ার পরে ৷ গা ভর্তি গয়না ও সিঁথিতে সিঁদুর নিয়ে স্বামীকে পাশে নিয়ে মাংসের হাড় চেবাচ্ছেন স্বয়ং নতুন বউ ৷ সেই ভিডিও-ই এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ প্রচলিত একটি ধারা আছে নতুন বউয়ের নাকী সবার সামনে খেতে নেই খিদে পেলেই লজ্জা করে অল্প অল্প করে খেতে হয় ৷ ইচ্ছা থাকলেও মুখ ফুটে বলতে নেই যে তাঁর এটা ইচ্ছা করছে, তাঁর ওটা ইচ্ছা করছে ৷
কিন্তু সময় বদলেছে, বদলেছে মানসিকতা উদারতা জায়গা পেয়েছে মানব জীবনে আগে থেকে অনেকটাই ৷ এর অর্থ তা নয় আগের মানুষেরা উদার ছিলেন না, কিন্তু কালের সঙ্গে সঙ্গে কোনও কালের তুলনা করা হচ্ছে এটি আসলে একটি সময় যে সময়কে সঙ্গে করে আমাদের বয়ে নিয়ে যেতে হচ্ছে ৷ স্রোতের বিপরীত দিকে অগ্রসর হয়ে হয়ত এক অন্য বার্তা দিতে চেয়েছেন ৷ এমনটাই মনে হচ্ছে, ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে পাত সাজিয়ে খেতে বসেছেন নতুন বউ ৷
মটন বিরিয়ানি সাজিয়ে গুছিয়ে খাচ্ছেন, এমনকী মাংসের হাড়ও চেবাচ্ছেন, এতে কোন দোষ নেই ৷ খিদে পেতেই পারে, খেতে ইচ্ছে হতেই পারে ৷ ভিডিওটি সোশ্য্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে গত ৭ ফেব্রুয়ারি তার মধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল হয়েছে ৷ এক নজরে দেখে নেওয়া যাক সেই ভিডিও আরও একবার ৷