corona virus btn
corona virus btn
Loading

Viral: ‘পাগলের দল’ হয়তো এদেরকেই বলে, TikTok ভিডিও দেখলে চোখ কপালে উঠবে !

Viral: ‘পাগলের দল’ হয়তো এদেরকেই বলে, TikTok ভিডিও দেখলে চোখ কপালে উঠবে !

TikTok ভিডিও পোস্ট না করলে এখন যেন জীবনটাই বৃথা ৷

  • Share this:

#কলকাতা: পিকনিক বা যে কোনও অনুষ্ঠান হোক, কিংবা বাড়িতে বসে কেউ বোর হচ্ছেন ৷ TikTok ভিডিও পোস্ট না করলে এখন যেন জীবনটাই বৃথা ৷ বিভিন্ন সিনেমার গান বা ডায়লগকে TikTok-র মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরাই এখন জেন ওয়াই-এর কাছে অত্যন্ত পছন্দের বিষয় ৷

অনেকেই আছেন, যারা ঠিকমতো টিকটক ভিডিও বানাতে পারেন না ৷ কারোর কারোর অভিনয় করার দক্ষতাও অনেকটাই কম ৷ কিন্তু তাতেও টিকটক ভিডিও বানাতে তারা পিছপা হচ্ছেন না ৷ নিচে কয়েকটা TikTok ভিডিও-র কালেকশন দেওয়া হল, যা দেখে রীতিমতো অবাকই হতে হয় ৷ কী করছে এরা ? মাথাটা কি পুরোটাই খারাপ হয়ে গিয়েছে ? এমন প্রশ্নই জাগছে অনেকদের মনে ৷ ভিডিওটির ক্যাপশনও দারুণ ৷ ‘এই অভিনয় অস্কার পাওয়ার যোগ্য...’ !

Published by: Siddhartha Sarkar
First published: January 27, 2020, 10:18 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर