জাস্ট কয়েকটা নিমপাতা, এইসব সমস্যা নিমেষে দূর !

নিমের উপকারের কথা যত লেখা যায় ততই কম। বর্ষার সময়, সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। আপনার ত্বক ও চুলের অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়। এই কাজে নিমের কোন দ্বিতিয় নেই। (Photo collected)

নিমের উপকারের কথা যত লেখা যায় ততই কম। বর্ষার সময়, সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। আপনার ত্বক ও চুলের অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়। এই কাজে নিমের কোন দ্বিতিয় নেই। (Photo collected)

আমাদের চারপাশেই রয়েছে এমন অনেক কিছু, যার নিত্য ব্যবহার রোগভোগ থাকবে দূরে ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: আমাদের চারপাশেই রয়েছে এমন অনেক কিছু, যার নিত্য ব্যবহার রোগভোগ থাকবে দূরে ৷ আর এর মধ্যে নিমপাতার উপকার প্রচুর ৷ জাস্ট কয়েকটা নিমপাতা নিয়মিক খেলে, রোগ থাকবে অনেক দূরে ৷

    শিশুদের পেটে কৃমি নির্মূল করতে। শিশুরাই বেশি কৃমির শিকার হয়। এ জন্য ৫০ মিলিগ্রাম পরিমাণ নিম গাছের মূলের ছালের গুড়ো দিন ৩ বার সামান্য গরম জলসহ খেতে হবে।

    অনেক সময় বুকে কফ জমে বুক ব্যথা করে। এ জন্য ৩০ ফোটা নিম পাতার রস সামান্য গরম জলে মিশিয়ে ৩/৪ বার খেলে বুকের ব্যথা কমবে। গর্ভবতীদের জন্য ঔষধটি নিষেধ।

    সকালে খালি পেটে ৫টি গোলমরিচ ও ১০টি নিম পাতা বেটে খেলে তা ডায়াবেটিস কমাতে সাহায্য করে।

    নিম পাতা সিদ্ধ করে সেই জল দিয়ে স্নান করলে খোসপাচড়া চলে যায়। পাতা বা ফুল বেটে গায়ে কয়েকদিন লাগালে চুলকানি ভালো হয়।

    অনেকদিন ধরে পেটের অসুখ? হলে ৩০ ফোটা নিম পাতার রস, এক কাপ জলে ৪/১ ভাগ জলের সঙ্গে মিশিয়ে সকাল-বিকাল খাওয়ালে উপকার পাওয়া যাবে।

    পোকা মাকড় কামড় দিলে বা হুল ফোঁটালে নিমের মূলের ছাল বা পাতা বেটে ক্ষত স্থানে লাগালে ব্যথা উপশম হবে।

    নিমের পাতা ও ছালের গুড়ো কিংবা নিমের ডাল দিয়ে নিয়মিত দাত মাজলে দাঁত হবে মজবুত, রক্ষা পাবেন দন্ত রোগ থেকেও।

    নিমের তেল মুখে ব্যবহার করলে ব্রন হয় না।

    জন্ডিস হলে প্রতিদিন সকালে বাচ্চাদের জন্য ৫-১১ ফোঁটা,বয়স্কদের জন্য ১ চামচ নিম পাতার রস একটু মধু মিশিয়ে খালি পেটে খেতে হবে।

    First published:

    Tags: Health, Kolkata, Lifestyle, Neem