corona virus btn
corona virus btn
Loading

মাকে ছাড়া ঘুম আসেনা সোনার, ঘুমন্ত শিশু মায়ের চুমুতে হাসছে, ভিডিও মুহূর্তেই ভাইরাল

মাকে ছাড়া ঘুম আসেনা সোনার, ঘুমন্ত শিশু মায়ের চুমুতে হাসছে, ভিডিও মুহূর্তেই ভাইরাল

এই আবেগে ভরা মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

  • Share this:

কোনও ভাবেই বা কোনও মতেই পৃতিবীতে মায়ের বিকল্প পাওয়া কখনই সম্ভব নয় ৷ মায়ের বিকল্প শুধু আমাদের দেশেই কেন ভূভারত অর্থাৎ সারা পৃথিবীজুড়ে পাওয়া কখনই সম্ভব নয় ৷ মা জীবনের এমন এক প্রযোজনীয়তার নাম যে প্রয়োজনীয়তা সুখে, দুঃখে সমান ভাবে প্রতিটি মানুষের কাছে অত্যন্ত প্রযোজনীয় ৷ মা শব্দটি ব্যাখ্যা করতে গেলে ব্যাখ্যা করা যায় যে মা হলেন পৃথিবীর এমন এক যার হাসি শুরু হয় সন্তানের খুশি দিয়ে আর দুঃখ শুরু হয় সন্তানের দুঃখে ৷

ছোটবেলা থেকেই তিল তিল করে একটি সন্তানকে বড় করে তোলে মা ও বাবা ৷ যখন একটি শিশু স্পর্শ, বর্ণ বা গন্ধ সম্পর্কে সচেতন না হয় তখন সে মাকেই চেনে ৷ মায়ের এক অনুভূতি য়েন সব সময়েই তাকে জুড়ে থাকে ৷ এমনই এক আবেঘন মহূর্তের ভিডিও ফেসবুকে ছড়িয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে একটি সদ্যোজাত শিশু চোখ বন্ধ করে শুয়ে আছে ৷ মায়ের চুমুতেই নড়ে বসল ছোট্ট শিশু, হাসিতে খুশিতে ভরল ছোট্ট শিশুর মুখ ৷ এমন দৃশ্য কখনই বোলার নয় ৷

এমন দশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া ৷ টাকা পয়সার নিরিখে দেখলে হয়ত মনে হতে পারে কোনও মূল্যই নেই ৷ এমন দৃশ্যের জন্য কোনও টাকা পয়সায় যথার্থ নয় ৷ পৃথিবীর এমন কোনও টাকা পয়সা নেই যা কিনতে পারে মা সন্তানের এমন ভালবাসা ৷ আপাতত সেই ভিডিওই শিরোনামে এসেছে ৷ সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

Published by: Arjun Neogi
First published: December 22, 2019, 12:05 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर