corona virus btn
corona virus btn
Loading

পারিবারিক শিক্ষার বহিঃপ্রকাশ ! কমলালেবু খোসা ছাড়িয়ে মায়ের মুখে তুলে দিচ্ছে কোলের শিশু, ভাইরাল ভিডিও

পারিবারিক শিক্ষার বহিঃপ্রকাশ ! কমলালেবু খোসা ছাড়িয়ে মায়ের মুখে তুলে দিচ্ছে কোলের শিশু, ভাইরাল ভিডিও

মা জীবনের সর্ব প্রথম ও সব থেকে ভাল শিক্ষিকা

  • Share this:

'শিক্ষার আয়নায় মানুষকে চেনা যায়' বহুদিন আগেই এই সিদ্ধান্ত জানিয়েছিলেন এক কবি ৷ তিনি আরও জানিয়েছিলেন যে 'শিশু জন্ম নিল শিক্ষার বহুদূরে শিক্ষা কি দেখা দেবে কালো মুখ জুড়ে ? জীবনটা পুরোটাই শেখার, শিক্ষার কোনও বয়স নেই ৷ তবে সময়ের কাজ সময়ে করলেই তার থেকে ভাল আর কিছু হতে পারেনা ৷

শিশুদের মন হল সাদা কাগজের মত, তাই ছোট থেকে যা যা দেখবে তাই তাই শিখবে ৷ আর যা যা শেখানো হবে তাই শিখবে ৷ জিন বা বংশগতি একটি বিশেষ ভূমিকা রয়েছে ৷ সেটি জনু থেকে জনুতে স্থানান্তরিত হয় ৷ বাবা, মায়ের ভাল স্বভাব বা খারাপ স্বভাব সন্তানের উপরে বিশেষ প্রভাব ফেলে ৷ এছাড়াও পারিবারিক শিক্ষা ও সংস্কৃতি সন্তানকে সমৃদ্ধ করে ৷ আগামী দিনে এক আদর্শ মানুষে পরিণত করে ৷

এমনই এক ভিডিও প্রকাশ্যে এসেছে ৷ যেখানে দেখতে পাওয়া যাচ্ছে একটি শিশুকে তার মা ফল কেটে দিচ্ছে ফলের টুকরোগুলি বাড়ির সবার কাছে দিয়ে আসছে ৷ আবার নিজেই কমলা লেবুর খোসা ছাড়িয়ে মাকে খাইয়ে দিচ্ছে ৷ এই ভিডিও দেখে বুঝতে পারা যাচ্ছে আর যাই হোক না কেন এ হল পারিবারিক শিক্ষার বহিঃপ্রকাশ ৷ সেই ভিডিওই ভাইরাল হয়েছে ফেসবুকে ৷

First published: November 15, 2019, 11:08 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर