Home /News /life-style /

Viral Video: সিঁথিতে সিঁদুর, কপালে টিপ, শাড়ি পরে ভর সন্ধেবেলায় সুপারহিট গানের সঙ্গে রাস্তায় নেচে ঝড় তুললেন মহিলা

Viral Video: সিঁথিতে সিঁদুর, কপালে টিপ, শাড়ি পরে ভর সন্ধেবেলায় সুপারহিট গানের সঙ্গে রাস্তায় নেচে ঝড় তুললেন মহিলা

Viral Video: সুপারহিট গানের সঙ্গে তুমুল নাচ, এক নিমেষেই ভিডিও ভাইরাল

 • Share this:

  ভর সন্ধেবেলায় সোশ্যাল মিডিয়া (Social Media) কাঁপালেন এক বউদি ৷ সিঁথিতে সিঁদুর নিয়ে গোবিন্দ ও করিশ্মার সুপরহিট গানের সঙ্গে তুমুল নাচলেন ৷ এই ভিডিওটি দুর্বার গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral Video) ৷ এই ছবিটি নব্বইয়ের দশকের অন্যতম সুপারহিট ছবি ছিল ৷ ছবির নাম কুলি নম্বর ওয়ান (Coolie No 1) ৷ কুমার শানু (Kumar Sanu) ও অলকা ইয়াগনিকের (Alka Yagnik) গান সেই সময়ে ঝড় তুলেছিল ৷ নাদিম-শ্রাবণের সুরে (Nadeem-Shravan), সমীরের (Lyrics by Sameer) কথায় দুর্দান্ত গানটি উপহার দিয়েছিলেন কুমার শানু ও অলকা ইয়াগনিক (Kumar Sanu and Alka Yagnik) ৷

  ১৯৯৫ সালের ৩০ জুন মু্ক্তি পেয়েছিল ডেভিড ধাওয়ানের নির্দেশনায় (Directed by David Dhawan) এই সুপারহিট কমেডি ছবিটি ৷ গোবিন্দ (Govinda), করিশ্মা কাপুর (Karishma Kapoor) ছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন কাদের খান (Kader Khan), সদাশিব-সহ অন্যান্য ৷ সেই সময়ে বক্স অফিসেও ভাল সাড়া ফেলেছিল ছবিটি ৷ সেই সময়ে ভারতীয় টাকায় ২১ কোটি টাকা ব্যবসা করেছিল ছবিটি ৷ একসঙ্গে মিলেমিশে ভিডিও এক আলাদা ভাললাগার পরিবেশ সৃষ্টি করেছে এখন ৷ এমন একটি গান বেছেছেন ভদ্রমহিলা যা ভাললাগার এক অন্য মাত্রা সৃষ্টি করেছে ৷ ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই সমস্ত দিনে ৷ মুক্তি পাওয়ার এত বছর পরেও গানটি মানুষের মনে প্রাণে রয়েছে ৷

  এত বছর পরেও ছবিটির এই গানটি বিন্দুমাত্র পুরনো হয়নি বরং আজও জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে ৷ সেই বাজার কাঁপানো গানের সঙ্গে ফের আরও একবার এই সময়ে নেচে সোশ্যাল মিডিয়া কাঁপালেন এক গৃহবধূ ৷ তবে ভিডিওটির সত্যতা আমরা যাচাই করিনি ৷ ফেসবুকে (Facebook Viral Video) হাজার হাজার ভিউ, লাইক, শেয়ার ও কমেন্ট ঝরে পড়েছে ৷ এক নজরে দেখে নেওয়া যাক এই ভিডিওটি, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Viral Video

  পরবর্তী খবর