#কলকাতা: শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। এই সময় নানা ভিডিওতে ভরে থাকে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক। সেখান থেকে নানা মজার ভিডিও ভাইরাল হয়। কখনও বরের সঙ্গে মজা করা হয়। আবার কখনও বিয়ে বাড়ির লোকজন এমন কিছু করে বসেন যা ভাইরাল হয়ে যায়। করোনাকালে বাড়িতে থেকে আমাদের দম বন্ধ করা অবস্থা। এই সময় সোশ্যাল মিডিয়ার কিছু হাসির ভিডিও কিছুটা হলেও আমাদের স্ট্রেস কমায়।
শুভদৃষ্টি, মালাবদল ছাড়া বাঙালিদের বিয়ে অসম্পূর্ণ। এই সময় বর দাঁড়িয়ে থাকেন ছাদনাতলায়। বউকে তাঁর ভাইয়েরা পিঁড়িতে বসিয়ে নিয়ে আসেন। তারপর সেই পিঁড়িতে বউকে বসিয়ে তিন বার কখনও পাঁচবার ঘোরানো হয় বরের পাশে। তারপর পান পাতা সড়িয়ে বরের মুখ দেখেন কনে। এরপর মালাবদল। এই হল নিয়ম। পিঁড়ি সব সময় ছেলেরাই ধরেন। হয় বউয়ের ভাই নয়তো বন্ধুরা মিলে ধরা হয়। এর বাইরে অন্য ছবি খুব একটা চোখে পড়ে না। কিন্তু এবার ব্যতিক্রমী ছবি উঠে এল ফেসবুকে।
সম্প্রতি একটি ভিডিও শেয়ার হয়েছে ফেসবুকে। সেখানে বিয়ের সব নিয়ম এক। কিন্তু বউকে পিঁড়িতে বসিয়ে নিয়ে এলো কনের বন্ধু ও বোনেরা। সকলেই মহিলা। এই ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ভাইরা পারলে, বোন বা বন্ধুরা কেন নয় !" ভিডিওটি দেখা মাত্রই বহু মানুষ শেয়ার করেছেন। অন্যরকম বার্তা রয়েছে এই ভিডিওতে।