#কলকাতা: যিনি ভিডিওটি করেছেন, তিনি প্রথমেই লিখে দিয়েছেন, ‘একদম হাসবেন না...বাঘার সঙ্গে সঙ্গীত চর্চা করলাম !’
দুম করে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল ৷ ঝড়ের বেগে শেয়ার হয়ে চলেছে এই ভিডিওটি ৷ প্রায় ২৫ হাজার শেয়ার হয়েছে এই মুহূর্তে ৷ ভিডিওটির ভিউ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷
তা কী এমন রয়েছে ভিডিওতে যার জন্য এত উন্মাদনা?
ভিডিওতে দেখা গিয়েছে এক ভদ্রলোক হারমোনিয়ম নিয়ে গলা সাধছেন তাঁর পোষ্য বাঘার সঙ্গে ৷ বাঘাও বেশ মন দিয়ে গলা মিলিয়ে গান গেয়ে চলেছে ৷ যে গানটি গাইছে, তা এক ফেসবুকে ভাইরাল হওয়া গায়িকার গান ৷ তবে বাঘা কী আর এসব বোঝে? সে শুধু তার প্রভুর সঙ্গে গলা মিলিয়েই আনন্দ পেয়ে চলেছে !
দেখুন সেই ভাইরাল ভিডিওটি----
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।