হোম /খবর /লাইফস্টাইল /
হারমোনিয়ম বাজিয়ে পোষ্য বাঘার সঙ্গে ডুয়েট গান! ভাইরাল হল ভিডিও

হারমোনিয়ম বাজিয়ে পোষ্য বাঘার সঙ্গে ডুয়েট গান! ভাইরাল হল ভিডিও

যিনি ভিডিওটি করেছেন, তিনি প্রথমেই লিখে দিয়েছেন, ‘একদম হাসবেন না...বাঘার সঙ্গে সঙ্গীত চর্চা করলাম !’

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: যিনি ভিডিওটি করেছেন, তিনি প্রথমেই লিখে দিয়েছেন, ‘একদম হাসবেন না...বাঘার সঙ্গে সঙ্গীত চর্চা করলাম !’

দুম করে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল ৷ ঝড়ের বেগে শেয়ার হয়ে চলেছে এই ভিডিওটি ৷ প্রায় ২৫ হাজার শেয়ার হয়েছে এই মুহূর্তে ৷ ভিডিওটির ভিউ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷

তা কী এমন রয়েছে ভিডিওতে যার জন্য এত উন্মাদনা?

ভিডিওতে দেখা গিয়েছে এক ভদ্রলোক হারমোনিয়ম নিয়ে গলা সাধছেন তাঁর পোষ্য বাঘার সঙ্গে ৷ বাঘাও বেশ মন দিয়ে গলা মিলিয়ে গান গেয়ে চলেছে ৷ যে গানটি গাইছে, তা এক ফেসবুকে ভাইরাল হওয়া গায়িকার গান ৷ তবে বাঘা কী আর এসব বোঝে? সে শুধু তার প্রভুর সঙ্গে গলা মিলিয়েই আনন্দ পেয়ে চলেছে !

দেখুন সেই ভাইরাল ভিডিওটি----

Published by:Akash Misra
First published:

Tags: Dog, Facebook, Kolkata