• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • এই ৬টি সমস্যাই বলে দেবে ফুসফুসের ক্যানসার হওয়ার সম্ভাবনা কতটা !

এই ৬টি সমস্যাই বলে দেবে ফুসফুসের ক্যানসার হওয়ার সম্ভাবনা কতটা !

বিশ্ব স্বাস্থ্য সংগঠনের সমীক্ষা থেকে ধরা পড়েছে, বিশ্বে বেশিরভাগ ক্যানসারই নাকি ফুসফুসের ক্যানসার ৷

বিশ্ব স্বাস্থ্য সংগঠনের সমীক্ষা থেকে ধরা পড়েছে, বিশ্বে বেশিরভাগ ক্যানসারই নাকি ফুসফুসের ক্যানসার ৷

বিশ্ব স্বাস্থ্য সংগঠনের সমীক্ষা থেকে ধরা পড়েছে, বিশ্বে বেশিরভাগ ক্যানসারই নাকি ফুসফুসের ক্যানসার ৷

 • Share this:

  #কলকাতা: বিশ্ব স্বাস্থ্য সংগঠনের সমীক্ষা থেকে ধরা পড়েছে, বিশ্বে বেশিরভাগ ক্যানসারই নাকি ফুসফুসের ক্যানসার ৷ আর এই সমস্যাই সবথেকে বেশি বিশ্বের মানুষের মধ্যে ৷ তবে বিশ্ব স্বাস্থ্য সংগঠন জানিয়েছে, বেশিরভাগ মানুষই অনেক দেরিতে বোঝেন, তাঁরা এই রোগে আক্রান্ত ৷ তবে চিকিৎসকরা বলছেন, আমাদের শরীর নাকি আগে থেকেই জানিয়ে দেয়, যে আপনার ফুসফুস ক্যানসার হয়েছে ৷ শরীরের মধ্যেই থাকে ৬ ইঙ্গিত ৷ যা বহন করে ফুসফুস ক্যানসারের চিহ্ন !

  ১) চিকিৎসকরদের মতে, হাতের আঙুলেই স্পষ্ট হয়ে ওঠে ফুসফুস ক্যানসারের প্রথম লক্ষণ ৷ ডাক্তারদের কথায়, যাঁরা ফুসফুসের ক্যানসারে আক্রান্ত তাঁদের হাতের নখের রং ক্রমশ বদলাতে শুরু করে ৷ সাদা থেকে প্রথমে হালকা হলুদ ও পরে খয়েরি রং হয়ে উঠবে ৷ হাতের আঙুল হঠাৎ করে ফুলেও উঠবে ৷

  ২) ভঙ্গুর হয়ে পড়বে হাত ও পায়ের নখ !

  ৩) মুখের ভিতর ও গলার ভিতর মাঝে মধ্যেই ঘা হবে ৷ যত সময় যাবে ঘায়ের ক্ষত বাড়তে থাকবে ৷ এমনকী, রক্তপাতও হতে পারে ৷

  ৪) কাশির সমস্যা শুরু হবে ৷ হাজার ওষুধ খেলেও এর থেকে মুক্তি মিলবে না ৷ সময় যতো এগোবে ততই কাশি বাড়তে থাকবে ৷

  ৫) শারীরিক দিক থেকে দুর্বল হয়ে পড়বেন ৷ কাজের ক্ষমতা হারাবেন দ্রুত ৷ সব সময়ই ঘুম ঘুম ভাব থাকবে ৷

  ৬) শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমতে থাকবে ৷ হাড় দুর্বল হয়ে হয়ে পড়বে ৷

  First published: