#নিউইয়র্ক: সোশ্যাল মিডিয় এক ভারি মজাদার দুনিয়া৷ এই ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ঘটে যা এই ভার্চুয়াল মিডিয়ায় উপভোক্তাদের মুগ্ধ করে দেয়৷ সোশ্যাল মিডিয়া দেখে না কে তারকা কে তারকা নয় ৷ এই মাধ্যমে জনগণের মতই সেরা৷ তারা নিজেদের পছন্দের জিনিসকে লাইক, শেয়ার ,কমেন্ট করে রাজা করে দেন৷ আবার জনতা জনার্দনের রায়ে পছন্দ না হলে বড় বড় তারকাদের ভিডিও মুখ থুবড়ে পড়ে৷
এই সোশ্যাল মিডিয়ায় সূত্র ধরে ভৌগোলিক সীমাও ঘুচে যায়৷ এখনকার কচিকাচাদের অনেকেরই অনেক প্রতিভা৷ বর্তমানে সামাজিক মাধ্যমে একটি খুদে কন্যার ভিডিও খুবই পছন্দ করছেন নেটিজেনরা৷
মাত্র বছর ছয়েকে -র মেয়ে, বাসিন্দা সে মার্কিন মুলুকের -তবে বাঙালি পরিবারেরই মেয়ে -সে নিজের গানে মুগ্ধ করছে নেটিজেনদের৷ শুনে নিন সেই গান৷
সৃজিত মুখোপাধ্যায়ের ছবি শাজাহান রিজেন্সির এই গান খুবই জনপ্রিয় হয়েছিল৷ ছবিতে অনির্বান ভট্টাচার্যের গলায় এই গান ছিল ৷ প্রসেনের কম্পোজিশন খুবই মন ছুঁয়ে গিয়েছিল সকলের৷
তবে এই খুদের গানে মননের প্রকাশের চেয়েও মিষ্টত্বের স্বাদ পেয়েছেন নেটিজেনরা৷ খুদে মেয়েটি একেবার স্বকীয়তায় এই গান গেয়েছ আর তাই সকলেরই কাছে প্রশংসা পাচ্ছে এই ভাইরাল ভিডিও৷