corona virus btn
corona virus btn
Loading

পরনে লাল টুকটুকে বেনারসী, বিয়ের পিঁড়িতে বসার আগে তুমুল নাচ কনের, বিপুল ভাইরাল ভিডিও

পরনে লাল টুকটুকে বেনারসী, বিয়ের পিঁড়িতে বসার আগে তুমুল নাচ কনের, বিপুল ভাইরাল ভিডিও
  • Share this:
#কলকাতা: বিয়ে...দু’টো মানুষের মধ্যে এক পবিত্র বন্ধন ৷ মনের সঙ্গে মনের, হৃদয়ের সঙ্গে আর এক হৃদয়ের মিলেমিশে যাওয়া ৷ এই দিনটা প্রতিটা মানুষের কাছেই খুব স্পেশ্যাল ৷ বিয়ের মূল কথা যেখানে মনের মিলন...আত্মার মিলন...সেখানে তা রীতি-রেওয়াজের পাশাপাশি থাকে দু’টি মানুষের আবেগ আর ভরপুর অনুভূতি ৷ হয়তো বহুদিনের চেনা পরিচয় বা হয়তো ছাদনাতলায় প্রথম দেখা ৷ মনের মানুষটিকে বিয়ের সাজে দেখে হৃদয়ে অন্যরকম ঢেউ ওঠে ৷ আর তাঁকে বিয়ের বেশে দেকার ঠিক আগের মুহূর্তের উত্তেজনাটাও কিছু কম থাকে না ৷ যেমন ঘটনা ঘটল সুপর্ণা ঘোষের সঙ্গে ৷ পার্থ দে-র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সুপর্ণা ৷ বেশ কয়েক বছরের সম্পর্ক তাঁদের ৷ অবশেষে পরিণতি পেল সেই সম্পর্ক ৷ পার্থ ব্যবসা করেন ৷ আর সুপর্ণা ‘নারকেলডাঙ্গা নর্থ পাঁচালি’-তে অভিনয় করেন ৷ হাসিখুশি, প্রাণোচ্ছ্বল সুপর্ণা মাতিয়ে দিলেন বিয়ের আসরও ৷ বিয়ের পিঁড়িতে বসার আগেই ফাটিয়ে নাচলেন ৷
‘তুলে নিয়ে যাব যখন ভালবেসেছি...’ তখন বাজছে স্পিকারে ৷ আর কলেজের বন্ধুবান্ধবের সঙ্গে তুমুল নাচলেন সুপর্ণা ৷ নববধূর এমন নাচ দেখে নেটিজেনদের হাসি আর ধরে না ৷ কেউ মজা করেছেন, কেউ আবার দিয়েছেন বাহবা ৷ মুহূর্তে সেই নাচ ভাইরাল হয়েছে ৷ দেখুন সেই ভিডিও-
Published by: Simli Raha
First published: January 24, 2020, 9:50 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर