হোম /খবর /লাইফস্টাইল /
ভুল জায়গায় রেফ্রিজারেটর রাখেননি তো? ঘরের এই কোণায় ফ্রিজ রাখলেই হতে পারে অর্থাভাব

Vastu Tips: ভুল জায়গায় রেফ্রিজারেটর রাখেননি তো? ঘরের এই কোণায় ফ্রিজ রাখলেই হতে পারে অর্থাভাব, জেনে নিন

ঘরের ভুল জায়গায় রেফ্রিজারেটর রাখলেও হতে পারে অর্থাভাব!

  • Share this:

সংসারে সুখ ও অর্থ আনতে বাস্তুর অনেক নিয়মই মেনে চলতে হয়। সামান্য বাস্তুর নিয়মই সংসারে নিয়ে আসতে পারে অফুরন্ত সমৃদ্ধি। বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটি উল্লেখযোগ্য জিনিস হল রেফ্রিজারেটর। জানলে অবাক হবেন যে সংসারে সুখ আনতে বাড়িতে ফ্রিজের অবস্থানও গুরুত্বপূর্ণ। ফ্রিজ সঠিক স্থানে রাখলে সংসারে সুখ, শান্তি আসে।

শুনতে অবাক লাগলেও বাস্তু মতে ঘরের যেকোনও জিনিসের অবস্থান ঘরে সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য আনতে গুরুত্বপূর্ণ। তাই ঘরের বা রান্নাঘরের কোন কোনায় রেফ্রিজারেটর রাখবেন তা অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন।

আরও পড়ুন: অর্থাভাব ঘোচাবে বাস্তুর এই নিয়ম! বাড়ির কোনায় এই জিনিস রাখলে মুহূর্তেই ঘুচবে দারিদ্রতা

লাইভস্পেসের মতে ঘরে সমৃদ্ধি আনতে ঘর বা রান্নাঘরের দক্ষিণ-পশ্চিম কোণে রাখতে হবে রেফ্রিজারেটর এবং সবসময় ঘরের কোণার থেকে ১ ফুট দূরত্বে রাখতে হবে । ঘর-বা রান্নাঘরের উত্তর পূর্ব কোণে একদমই রাখা চলবে না ফ্রিজ।

রেফ্রিজারেটরের সঙ্গে একই মুখে জানালা থাকাও খুব ভাল। বাস্তুর এই ছোট নিয়ম মানলেই অনায়াসে সুখ ও সমৃদ্ধি আসবে গৃহে।

Published by:Anulekha Kar
First published:

Tags: Vastu tips