এই গরমে ফ্রিজ না থাকলে যেন চলেই না। তবে ফ্রিজে শুধু খাবার রাখলেই হবে না। নিয়মিত ফ্রিজের পরিচর্চাও করতে হবে। বাজারের দামি ক্লিনিং প্রোডাক্ট ছাড়াও, কিছু ঘোরায়া জিনিস ব্যবহার করা যেতে পারে। ফ্রিজ ভালভাবে পরিষ্কার করতে প্রথমে ফ্রিজে রাখা সব জিনিস বের করে নিতে হবে। ফ্রিজ বন্ধ করে সুইচ বোর্ড থেকে প্লাগ সরিয়ে ফেলতে হবে যাতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি না থাকে।
ফ্রিজ পরিষ্কার করার আগে সব সময় ডিফ্রস্ট করে নিতে হবে।। এতে ফ্রিজে রাখা বরফ সহজেই গলে যাবে। এছাড়াও, বাড়ির এমন জায়গায় ফ্রিজটি স্থানান্তর করতে হবে যেখানে জল বেরোন করা সহজ হয়। এরপর কিছু ঘরোয়া জিনিস ব্যবহার করেই নিমেষেই চকচক করবে আপনার ফ্রিজ-
ডিটারজেন্ট
ফ্রিজ পরিষ্কার করতে গরম জল ব্যবহার করাই ভাল। গরম জলে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে নিতে হবে । এবার এই দ্রবণে একটি কাপড় ভিজিয়ে তা দিয়ে ফ্রিজের ট্রে এবং ড্রয়ার পরিষ্কার করতে পারেন ।
আরও পড়ুন: ফোনের ক্যামেরা ঝাপসা হয়ে যাচ্ছে? এই টিপস মানলে পুরনো মোবাইলেও ছবি উঠবে কাঁচের মতো
লিকুইড ডিশওয়াশার
লিকুইড ডিশওয়াশারের সাহায্যেও অতি সহজে ফ্রিজ পরিষ্কার করা যায়।এর জন্য ১ বাটি জলে ১ চামচ লিকুইড ডিশওয়াশার মিশিয়ে নিতে হবে । এবার এই মিশ্রণে স্পঞ্জ ডুবিয়ে ফ্রিজ পরিষ্কার করতে পারেন।
ভিনিগার
ভিনিগার দিয়েও সহজে ফ্রিজ পরিষ্কার করা যায়। ফ্রিজের হাতল ও দরজা পরিষ্কার করতে, জলে সামান্য ডিশওয়াশার এবং ভিনেগার মিশিয়ে নিতে হবে এবার এই মিশ্রণ দিয়ে ফ্রিজের দরজা ও হাতল মুছে নিলেই নিজের চোখে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।
বেকিংসোডা
ফ্রিজের গন্ধ দূর করতে বেকিং সোডায় লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। এবার এই পেস্ট দিয়ে ফ্রিজের কোণগুলো পরিষ্কার করতে হবে। ফ্রিজের দুর্গন্ধ দূর করতে পুদিনা পাতাও রাখা যেতে পারে।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cleaning Tips, Home Cleaning Tips