হোম /খবর /লাইফস্টাইল /
বোনের বিয়েতে নজর কাড়লেন কবীর সিংয়ের নায়িকা কিয়ারা আদভানি

Kiara Advani: বোনের বিয়েতে নজর কাড়লেন কবীর সিংয়ের নায়িকা কিয়ারা আদভানি

KIara Advani: এর ঠিক দুদিন আগেই কমলা লেহেঙ্গায় সেজেছিলেন কিয়ারা। অদ্ভুত উজ্জ্বল লাগছিল তাঁকে। সঙ্গে ছিল সোনালী চোকার আর মাথায় হলুদ ফুল।

  • Last Updated :
  • Share this:

বোনের বিয়েতে নজর কাড়লেন কিয়ারা আদভানি (Kiara Advani)। কিয়ারার বোন ঈশিতা কর্মা ভিভানের সঙ্গে বিবাহ বন্ধনে আবহ হয়েছেন। আর মনীশ মালহোদ্রার লেহেঙ্গায় কিয়ারা হয়ে উঠেছিলেন এক কথায় অনন্য়া। বেছে নিয়েছিলেন পিচ-শেডের লেহেঙ্গা, সঙ্গে স্ট্র্যাপি স্লিভলেস ব্লাউজ। লেহেঙ্গা জুড়ে ছিল পালকের কাজ। ম্যাচিং মানানসই দোপাট্টা আর আলগা চুলে অপূর্ব দেখাচ্ছিল তাঁকে। কানের দুলটিও ছিল পোশাকের সঙ্গে সামঞ্জস্য়পূর্ণ। পরেছিলেন একগুচ্ছ চুড়ি। কিয়ারার স্টাইলিশ লক্ষ্মী শেয়ার করেছেন সেই ছবি।

আরও পড়ুন : পাতলা ভুরুর জন্য ভরসা কাজলপেন্সিল? ঘরোয়া টোটকায় নিমেষে ঘন করুন ভ্রুপল্লব

এর ঠিক দুদিন আগেই কমলা লেহেঙ্গায় সেজেছিলেন কিয়ারা। অদ্ভুত উজ্জ্বল লাগছিল তাঁকে। সঙ্গে ছিল সোনালী চোকার আর মাথায় হলুদ ফুল।

‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির গানে মন খুলে নেচেছেন কিয়ারা। সংগীতে গোলাপি পোশাক বেছেছিলেন, সঙ্গে হাই হিল, আর খোলা চুল। কিয়ারার ফ্য়ান পেজ থেকে শেয়ার করা হয়েছে সেই ছবি। কিয়ার রূপলাবণ্য যেন আকাশছোঁয়া।

Published by:Rachana Majumder
First published:

Tags: Kiara Advani