• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • ধনতেরাসে এই জিনিসগুলি বাড়িতে রাখলেই পড়বে মা লক্ষীর কৃপা দৃষ্টি

ধনতেরাসে এই জিনিসগুলি বাড়িতে রাখলেই পড়বে মা লক্ষীর কৃপা দৃষ্টি

Representational Image

Representational Image

ঘরে সুখ, সমৃদ্ধির জন্য এদিন লক্ষ্মীকে সন্তুষ্ট রাখার জন্য এই জিনিসগুলি অবশ্যই রাখুন পুজোয় ৷

 • Share this:

  #কলকাতা: ধনত্রয়োদশী বা ধন্বন্তরী-ত্রয়োদশী, সংক্ষেপে ধনতেরাস। কার্তিক মাসের শুক্লপক্ষের এয়োদশী তিথিতে হয় ধনতেরাস ৷ ধনতেরাসের শুভ লগ্নে সমৃদ্ধি কামনায় গৃহস্থ বাড়িতে কেনা হয় মূল্যবান ধাতু ৷ বলা হয় যে, আজকের দিনে মূল্যবান ধাতুর জৌলুসে আকৃষ্ট হয়ে মা লক্ষী স্বয়ং আসেন গৃহস্থের বাড়িতে। এদিন অনেকের বাড়িতেই লক্ষী গণেশের পুজো হয় ৷ ঘরে সুখ, সমৃদ্ধির জন্য এদিন লক্ষ্মীকে সন্তুষ্ট রাখার জন্য এই জিনিসগুলি অবশ্যই রাখুন পুজোয় ৷

  ১. নারকেল

  ২. ঠাকুর ঘরে অবশ্যই কড়ি রাখুন

  ৩. শাঁখেও অত্যন্ত শুভ মনে করা হয়

  ৪. রুপোর মূর্তি ৷ মূর্তিটি লক্ষী ও গণেশের হলে বেশি ভালো হয়

  ৫. লক্ষী পুজোয় পদ্ম লাগেই ৷ তাই ঠাকুর ঘরে পদ্ম ফুলের পাশাপাশি রাখুন পদ্মের বীজ

  First published: