corona virus btn
corona virus btn
Loading

৯ বছর প্রেমের পরে বিয়ে, শুভ পরিণয়ের আসরে কখনও ভাঙড়া, কখনও বাঙালি স্টাইলে সুপার ভাইরাল নাচ নতুন বর-বউয়ের

৯ বছর প্রেমের পরে বিয়ে, শুভ পরিণয়ের আসরে কখনও ভাঙড়া, কখনও বাঙালি স্টাইলে সুপার ভাইরাল নাচ নতুন বর-বউয়ের

ভাললাগার বন্ধুত্ব ভালবাসায় পরিণত হলে সব থেকে খুশি হওয়া সম্ভব

  • Share this:

ভাললাগার বন্ধুত্ব যখন ভালাবাসাতে পরিণত হয় তখন মনে হয় জীবনের সমস্ত আশা আকাঙ্খারা যেন পূর্ণতা পায় ৷ সেই ভালবাসার মানুষই যখন জীবনসঙ্গী হয় তখন মনে হয় জীবনের বাকি দিনগুলি যদি নিদারুণ কষ্টের মধ্যেও কাটে তবে কোনও সমস্যা নেই ৷ হাসি মুখে সুখে দুঃখে জীবনের বাকি দিনগুলি কাটানো যাবে তকই যখন নিজের স্বপ্ন সহচর-সহচরী সুখে দুঃখে হাত শক্ত করে ৷ প্রেম মানুষকে উদার করে, বিনয়ী করে ৷ জীবনের অক অন্য রূপ বা রসের সন্ধান দেয় ৷ মানুষের ভিতরের ঘুমিয়ে থাকা দায়িত্ববোধকে জাগ্রত করে ৷

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছিন্নপত্রাবলী নামক পত্রসাহিত্য লিখেছিলেন ভালবাসা হল রেল ইঞ্জিনের মত ৷ রেল ইঞ্জিন যেমন কামরাগুলিকে যেমন সামনেও টানে ঠিক তেমনই পিছনেও টানে ৷ ভালবাসার ক্ষেত্রেও একটি কথা প্রযোজ্য প্রেম মানুষকে উদার ও মহান করে ৷ সেই প্রেমও কখনও সখনও মানুষকে খুনি করে বড়বড় অপরাধ করতে বাধ্য করে ৷ একটি ঘটনার দৃষ্টান্ত কম থাকলেও এই ঘটনা ঘটে মাঝে মধ্যে ৷ তবে প্রেমের ফলে জীবনে উন্নতি ঘটে এটি অস্বীকার করা সম্ভব নয় ৷ এমনই এক ভিডিওতে ফেসবুক কেঁপে উঠেছে ৷

দেখা গিয়েছে ৯ বছর প্রেমপর্বের পরে প্রিয় পাত্রীকে বিয়ে করার আনন্দ ধরে রাখতে পারেননি নতুন বর ৷ বউকে নিয়েই কখনও ভাংরার ভঙ্গিতে তো কখনও বাঙালির প্রিয় নাচের ভঙ্গিতে নেচেছেন ৷ বিয়েবাড়িতে উপস্থিত সবাই আনন্দের জোয়ারে ভেসেছেন ৷ ভিডিওটি দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে ৷ তবে এই ভিডিও-র সত্যতা আমরা যাচাই করিনি ৷

First published: February 8, 2020, 9:16 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर