Home /News /life-style /

বিশ্বজুড়ে বেড়েছে সঙ্গমের হার, তুমুল বিক্রি কন্ডোমের : রিপোর্ট

বিশ্বজুড়ে বেড়েছে সঙ্গমের হার, তুমুল বিক্রি কন্ডোমের : রিপোর্ট

করোনা ভাইরাস নিয়ে তটস্থ গোটা বিশ্ব৷ বিশ্ব জুড়েই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ৷

 • Share this:

  #নিউ ইয়র্ক: করোনা ভাইরাস নিয়ে তটস্থ গোটা বিশ্ব৷ বিশ্ব জুড়েই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ৷ সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর হারও ৷ স্কুল বন্ধ, কলেজ বন্ধ, বাড়ি থেকে চলছে বেশিরভাগ অফিস৷ সহজ কথায় গোটা বিশ্বই যেন গৃহবন্দি !

  ঠিক এই সময়ই নিউ ইয়র্কের সোশ্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় এক অভিনব সমীক্ষা চালিয়েছে মূলত আমেরিকা ও ইউরোপের দেশগুলোর মধ্যে ৷ সমীক্ষা অনুযায়ী, দিনের বেশিরভাগ সময়টা গৃহবন্দি থাকার কারণে, আমেরিকা ও ইউরোপের দেশগুলোর জনগণ সঙ্গমে বেশিমাত্রায় লিপ্ত হচ্ছেন ৷ আর যে কারণে এসব দেশগুলোতে কন্ডোমের বিক্রি বেড়েছে প্রায় তিনগুণ৷

  সমীক্ষায় জানা গিয়েছে, করোনা ভাইরাসের আগে এসব দেশগুলোতে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ মানুষেরা সেভাবে সঙ্গমে লিপ্ত হতেন না ৷ কাজের ব্যস্ততার জন্যই এখানে সঙ্গমের হার ছিল খুব কম ৷ করোনার জেরে গৃহবন্দি হওয়ার কারণে, সঙ্গম দুম করে অতিমাত্রায় বেড়ে বলে সমীক্ষার রিপোর্টে তা স্পষ্ট ৷

  তবে সমীক্ষায় এসেছে আরও উল্টো এক তথ্য ৷ যেখানে দেখা গিয়েছে, ইয়ং জেনেরা এই সময়ে সঙ্গম থেকে দূরে থাকছেন ৷ অনেকেই নাকি ভয় পাচ্ছেন এই সময় সেক্স করলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ৷ আর ঠিক সেই কারণেই আপাতত নিষিদ্ধ রয়েছে ফ্রেঞ্চ কিশ !

  তবে এই সমীক্ষা মূলত চালানো হয়েছে একেবারেই সুস্থ মানুষদের ওপর ৷

  Published by:Akash Misra
  First published:

  Tags: Corona Virus, World

  পরবর্তী খবর