২০২০, শব্দটা এখন বিশ্বের সেরা দশ হরর ফিল্মের চেয়েও বেশি ভয়ঙ্কর। কখনও কোভিড আতঙ্ক, কখনও কর্মসংস্থানের অনিশ্চয়তা, প্রিয়জন হারানোর শোক, মৃত্যুভয় রাতারাতি পালটে দিয়েছে একটা বছর। সারা দুনিয়া এখন দিন গুনছে, কবে শেষ হবে অভিশপ্ত ২০২০। আর যাঁরা ঘুরতে ভালোবাসতেন, কয়েক মাস পর পর যাঁরা ঘর ছেড়ে বেরিয়ে পড়তেন অজানার উদ্দেশে, তাঁদের কেমন কাটছে বছরটা? ঘরবন্দি জীবনে হাঁপিয়ে উঠছেন কেউ। কেউ আবার হচ্ছেন অবসাদের শিকার। কেউ আবার দুধের স্বাদ মেটাচ্ছেন ঘোলে। তেমনই এক ভ্রমণ পিপাসু ভূপর্যটক হলেন শ্যারন ওয়াহ। ইন্সটাগ্রামে নিজের সফরের ছবি দেওয়ার অভ্যেস ছিল শ্যারনের। কিন্তু ২০২০-তে ঘরের বাইরে পা রাখতে পারেননি। অগত্যা মানসভ্রমণই করতে হয়েছে। ইন্সটাগ্রামে কৃত্রিম কিছু মডেল তৈরি করেই তাই ছবি পোস্ট করেছেন শেয়ার। সঙ্গে আপলোড করেছেন পুরনো ছবিও।
প্যারিসের আইফেল টাওয়ারের স্মৃতি ফিরে এল কাঠের টুলের ওপর শ্যাম্পেনের বোতল হয়ে। কোভিড পরিস্থিতিতেই শ্যারন ঘুরে এলেন মুমতাজ মহলের স্মৃতিতে শাহজাহানের বানানো তাজমহলে। তবে কি না, টয়েলেট পেপার দিয়ে চার দেওয়ালের মধ্যেই তৈরি হল সেই তাজমহল।
প্রসঙ্গত, অতিমারী পরিস্থিতিতে সারা দুনিয়ায় কয়েক কোটি মানুষ চাকরি হারালেন। পর্যটনে অস্বাভাবিক রকমের মন্দার সঙ্গে এর সরাসরি যোগ রয়েছে বলেই মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের। এক দিকে পর্যটনক্ষেত্রের সঙ্গে যুক্ত অসংখ্য মানুষ চাকরি খুইয়েছেন এই দুঃসময়ে। অন্য দিকে ধাপে ধাপে লকডাউন উঠতে শুরু করার পড়েও পর্যটনের হাল ফিরতে অনেক দেরি বলেই অনুমান তাঁদের। কারণ দুনিয়া জুড়ে তৈরি হওয়া আর্থিক অনিশ্চয়তার কারণে ভ্রমণের খরচ বহন করা এই মুহূর্তে সম্ভব নয় অনেকের পক্ষেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Instagram, Travel photos