Home /News /life-style /

বিয়েবাড়ি কাঁপানো বউদি, সুপারহিট গানে শাড়ি পরে তুমুল নাচ বউয়ের, ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল

বিয়েবাড়ি কাঁপানো বউদি, সুপারহিট গানে শাড়ি পরে তুমুল নাচ বউয়ের, ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল

বউয়ের সঙ্গে পাল্লা দিয়ে বরেরও জোরদার নাচ সোশ্যাল মিডিয়ায়

 • Share this:

  ফের বিয়ে বাড়ি কেঁপেছে এক বউদির নাচে ৷ তিনি ক্রমাগত নেচেই চলেছেন এবং একই ভাবে তাঁর সঙ্গে পাল্লা দিয়ে চলেছেন তাঁর বরও ৷ বিয়েবাড়িতে তাঁরা রীতিমত ঝড় তুলেছেন ৷ জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে নেচেছেন তাঁরা ৷ সুপাহিট বরবউকে দেখে উপস্থিত নিমন্ত্রিতরাও নিজেদেরকে ধরে রাখতে পারেননি ৷

  সিম্বা ছবির গানে তাঁরা নেচেছেন একই সঙ্গে অন্যদেরও উৎসাহিত করেছেন ৷ সেই ভিডিও ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ ১৯৯০ সালের পরবর্তী সময়ে অমিতাভ বচ্চন প্রযোজিত অর্থাৎ এবিসিএলের প্রযোজনায় তেরে মেরে স্বপ্নে ছবিতে কুমার শানুর গানটি সুপারহিট হয়েছিল আঁখ মারে ওড়কি আঁখ মারে গানটি এত বছর পরেও রোহিত শেট্টির নির্দেশনায় সিম্বা ছবিতে গানটি রিমেক গানটি সবারই ভাল লেগেছে ৷ ভাললাগার বিষয়বস্তুতে পরিণত হয়েছে ৷

  সব মিলিয়ে বিয়েবাড়িতে এক দুর্দান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে ৷ সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়েছে ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Facebook Video, Viral Video

  পরবর্তী খবর