দাম্পত্যে স্বামী স্ত্রীর মধ্যে একজন সাধারণত তুলনামূলক ভাবে বেশি কর্তৃত্ব খাটিয়েই থাকেন (dominant life partner)৷ কিন্তু সেই কর্তৃত্ব খাটানোর স্বভাব, অর্থাৎ ডমিনেটিং আচরণ যদি বেশি হয়ে যায়, তাহলে সম্পর্কে তিক্ততা চলে আসে৷ ডমিনেটিং এবং ইগোয়িস্টিক আচরণের জন্য দেওয়ালে পিঠ ঠেকে যায় অন্যজনের (relationship) ৷ অথবা দমবন্ধ হয়ে আসে৷ কী করে বুঝবেন আপনার সঙ্গী অতিরিক্ত ডমিনেটিং কিনা? খেয়াল করে দেখুন তো আপনার জীবনসঙ্গীর মধ্যে এই আচরণগুলি আছে কিনা (symptoms of domination in married life)-
# তালে তাল না মেলালেই রেগে যান ডমিনেটিং সঙ্গী৷ তাঁদের ইচ্ছে বা পছন্দের বিরুদ্ধে কোনও কাজ দাম্পত্যসঙ্গী করলেই মেজাজ সপ্তমে ওঠে৷ তাঁরা প্রমাণ করার চেষ্টা করেন যে তাঁরাই ঠিক৷ এই আচরণ প্রমাণ করে দাম্পত্যসঙ্গী আবেগপ্রবণভাবে কর্তৃত্ব চালানোর চেষ্টা করেন৷
আরও পড়ুন : লিভার সুস্থ রাখতে ডায়েটে থাকুক এই পাঁচ স্বাস্থ্যকর পানীয়!
# ডমিনেটিং হলে সব সময় চেষ্টা থাকে সঙ্গীর বন্ধুদের হেয় প্রতিপন্ন করার৷ এমনকি, শেষ অবধি বন্ধুদের প্রতি অন্য জনের মনে ঘৃণা বা বিরক্তিও চলে আসতে পারে৷
আরও পড়ুন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্যই জনপ্রিয় হয় অতীতের ‘মুক্তো’, আজকের পপকর্ন
# কর্তৃত্ব ফলানোর উদ্দেশে তাঁরা অনেক সময়েই হস্তক্ষেপ করেন জীবনসঙ্গীর ব্যক্তিগত পরিসরে৷ ফোনকল, চ্যাট, ইমেল চেক করতে থাকেন গোপনে৷ অনেক সময়ে চোখ রাখেন সঙ্গীর ফোনের কল হিস্ট্রিতে৷
আরও পড়ুন : অন্তঃসত্ত্বারা এবং নতুন মা যাঁরা স্তন্যপান করাচ্ছেন, তাঁরা কি টিকা নেবেন? দ্বিধা দূর করলেন বিশেষজ্ঞ চিকিৎসক
# নিজের ইচ্ছেমতো কিছু করতে গেলেই সঙ্গীকে বাধা দেন ডমিনেটিং ব্যক্তিত্ব৷ তাঁদের হাবভাব এমন হয় যেন জীবনসঙ্গীর উপর নীতিপুলিশগিরি করাটা স্বাভাবিক অধিকার৷ বোঝাতে চান, সঙ্গীর ভালর জন্যই তাঁদের এই নজরদারির আচরণ৷ সঙ্গীর জগৎ যদি তাঁদের চারপাশে আবর্তিত হয়, তাহলে এর থেকে আনন্দের আর কিছু হয় না৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Relationship