• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • ‘পয়সা দাও, আমি শ্বশুরবাড়ি যাব’, বাবার কাছে একরত্তি মেয়ের আকুল আবদার নিমেষে ভাইরাল

‘পয়সা দাও, আমি শ্বশুরবাড়ি যাব’, বাবার কাছে একরত্তি মেয়ের আকুল আবদার নিমেষে ভাইরাল

ব্যাগ কাঁধে ঝুলিয়ে, পয়সা নিয়ে, বড় একটি জুতো পায়ে গলিয়ে সে এখন শ্বশুরবাড়ি যেতে চায় । মিষ্টি এই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় ।

ব্যাগ কাঁধে ঝুলিয়ে, পয়সা নিয়ে, বড় একটি জুতো পায়ে গলিয়ে সে এখন শ্বশুরবাড়ি যেতে চায় । মিষ্টি এই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় ।

ব্যাগ কাঁধে ঝুলিয়ে, পয়সা নিয়ে, বড় একটি জুতো পায়ে গলিয়ে সে এখন শ্বশুরবাড়ি যেতে চায় । মিষ্টি এই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় ।

 • Share this:

  #কলকাতা: এ দেশে কত ধরনের ঘটনাই না ঘটে প্রতিদিন । ১৩০ কোটির দেশে কত ধরনের মানুষ... তাঁদের ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, জাতি আলাদা, শখ-স্বভাব-আচার-ব্যবহার সবই আলাদা । তাই এ দেশের গলিতে গলিতে লুকিয়ে রয়েছে হরেক কিসিমের যত কাণ্ড কারখানা । আর আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে সে সমস্ত খবর নিমেষে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে । নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে সে সব । কখনও ছবি, কখনও ভিডিও, কখনও অডিও । এই সমস্ত ভাইরাল খবরে বিতর্ক যেমন তৈরি হচ্ছে, তেমনই নিখাদ মজার ঘটনা আনন্দও দিচ্ছে মানুষকে ।

  যেমন এই ভিডিওটি । পুঁচকে এক শিশুর মুখের কথা আর তার হাবভাবে এখন মজে রয়েছে সোশ্যাল মিডিয়া । সম্প্রতি ফেসবুকে নতুন একটি ভিডিও পোস্ট হয়েছে, যা দেখে হাসতে হাসতে লুটিয়ে পড়ছেন নেটিজেনরা । ফলে পোস্ট হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ভিউয়ার সংখ্যা লাখ ছাড়িয়ে গিয়েছে । এই মুহূর্তে ভিডিওটি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।

  ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট্ট মেয়েটি তাঁর খুদে খুদে পা ফেলে সারা ঘর হেঁটে বেড়াচ্ছে । তার একটাই দাবি, ‘‘দরজা খুলে দাও, আমি শ্বশুরবাড়ি যাব ।’’ লাল রঙের ফ্রক পরা মিষ্টি শিশুটির বয়স দুই-আড়াইয়ের বেশি হবে না । সদ্যই তার মুখে আধো আধো কথা ফুটেছে । বিয়ে, সংসার, শ্বশুরবাড়ি সম্বন্ধে কোনও জ্ঞানই হয়নি তার । কিন্তু তোতা পাখির মতো বড়োদের কথা শুনে শুনে দিব্যি রপ্ত করে ফেলেছে সে । তাই ব্যাগ কাঁধে ঝুলিয়ে, পয়সা নিয়ে, বড় একটি জুতো পায়ে গলিয়ে সে এখন শ্বশুরবাড়ি যেতে চায় । মিষ্টি এই ভিডিওটি দেখে বারবার মনে পড়ে যাচ্ছে রবি ঠাকুরের ‘কাবুলিওয়ালা’র কথা । ছোট্ট মিনি’কে এমন করেই বলত সেই কাবুলিওয়ালা ।

  Published by:Simli Raha
  First published: