corona virus btn
corona virus btn
Loading

পান পাতা সরিয়ে বউয়ের মুখ দেখেই আকূল কান্না স্বামীর! দেখুন সেই ভাইরাল ভিডিও

পান পাতা সরিয়ে বউয়ের মুখ দেখেই আকূল কান্না স্বামীর! দেখুন সেই ভাইরাল ভিডিও

হয়তো বহুদিনের চেনা পরিচয় বা হয়তো ছাদনাতলায় প্রথম দেখা ৷ মনের মানুষটিকে বিয়ের সাজে দেখে হৃদয়ে অন্যরকম ঢেউ ওঠে ৷

  • Share this:

বিয়ে...দু’টো মানুষের মধ্যে এক পবিত্র বন্ধন ৷ মনের সঙ্গে মনের, হৃদয়ের সঙ্গে আর এক হৃদয়ের মিলেমিশে যাওয়া ৷ এই দিনটা প্রতিটা মানুষের কাছেই খুব স্পেশ্যাল ৷

হিন্দু রীতিতে বিয়ে হয় মন্ত্রোচ্চারণের মাধ্যমে ৷ পুরোহিত মশাইয়ের পৌরোহিত্যে পালিত হয় যাবতীয় আচার-অনুষ্ঠান ৷ তবে এই নিয়মনীতি, আচার, অনুষ্ঠান মেনে চলা, সবটাই যাঁর যাঁর মনের ব্যাপার ৷ কেউ শুধুমাত্র সইসাবুদ করে বিয়েতেই বেশি স্বচ্ছন্দ্য হন ৷ কেউ আবার সমস্ত রীতি মেনেই বসেন বিয়ের পিঁড়িতে ৷

তবে বিয়ের মূল কথা যেখানে মনের মিলন...আত্মার মিলন...সেখানে তা রীতি-রেওয়াজের পাশাপাশি থাকে দু’টি মানুষের আবেগ আর ভরপুর অনুভূতি ৷ হয়তো বহুদিনের চেনা পরিচয় বা হয়তো ছাদনাতলায় প্রথম দেখা ৷ মনের মানুষটিকে বিয়ের সাজে দেখে হৃদয়ে অন্যরকম ঢেউ ওঠে ৷ আর তাই নববধূকে লাল টুকটুকে বেনারসীতে, পান পাতার আড়ালে দেখে চোখের জল বাঁধ মানল না বরের ৷ মালা বদলের আগেই নতুন বৌকে দেখে কেঁদে ফেললেন বর ৷ শেষ পর্যন্ত বরের চোখে জল দেখে চোখ ভিজে এল স্ত্রীয়েরও ৷

Published by: Simli Raha
First published: January 20, 2020, 10:09 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर