• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • ডেটিং অ্যাপে প্রেম খুঁজছেন? একটু সাবধান!

ডেটিং অ্যাপে প্রেম খুঁজছেন? একটু সাবধান!

যত দিন যাচ্ছে, ততই যেন আমরা ইন্টারনেটে অভ্যস্ত হয়ে পড়ছি ৷ কোনও তথ্য পেতে ইন্টারনেটের সাহায্য ৷

যত দিন যাচ্ছে, ততই যেন আমরা ইন্টারনেটে অভ্যস্ত হয়ে পড়ছি ৷ কোনও তথ্য পেতে ইন্টারনেটের সাহায্য ৷

যত দিন যাচ্ছে, ততই যেন আমরা ইন্টারনেটে অভ্যস্ত হয়ে পড়ছি ৷ কোনও তথ্য পেতে ইন্টারনেটের সাহায্য ৷

 • Share this:

  #কলকাতা: যত দিন যাচ্ছে, ততই যেন আমরা ইন্টারনেটে অভ্যস্ত হয়ে পড়ছি ৷ কোনও তথ্য পেতে ইন্টারনেটের সাহায্য ৷ কাউকে কিছু জানাতে ইন্টারনেটের সাহায্য ৷ সব কিছুতেই ইন্টারনেট ৷ এমনকী, প্রেমিক-প্রেমিকা খোঁজার জন্যও রয়েছে প্রচুর অ্যাপ ৷ যার সাহায্যে আলাপ তো হচ্ছে নতুন নতুন মানুষের সঙ্গে ৷ কিন্তু জানেন কি? মাঝে মধ্যেই এই আলাপ ডেকে আনছে বিপদ ৷ তবে একটু সাবধান, সচেতন থেকে ডেটিং অ্যাপ ব্যবহার করলে, বিপদ থেকে নিজেকে দূরে রাখতে পারবেন ৷

  ১) প্রথম আলাপেই ফোন নম্বর শেয়ার না করাই ভালো ৷ ২) প্রোফাইল ভালো করে ঘেঁটে নিন ৷ দরকার পড়লে, ফেসবুক আইডি নিয়ে সেই প্রোফাইলও ভালো করে দেখে নিন৷ ৩) হোয়াটসঅ্যাপে কথা বলার সময়, কোনও রকম ছবি শেয়ার না করাই ভালো ৷ ৪) কোনও প্রাইভেট প্লেসে নয়, বরং দেখা করুন পাবলিক প্লেসেই ৷ ৫) ভালো করে জেনে নিন, যার সঙ্গে দেখা করছেন তার মোটিভটা ঠিক কি? দরকার পড়লে স্পষ্ট জানান আপনি কী ভাবছেন৷ ৬) কোনও ধরণের প্রলোভনে পড়বেন না ৷ ৭) দরকার পড়লে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন ৷

  First published: