#কলকাতা: চিন থেকে করোনা ভাইরাসের আক্রমণ শুরু হলেও ক্রমশ তা ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। ৭০টি দেশে মৃতের সংখ্যা ৩০০০ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় ৮৯০০০। ভারতে এই ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানে পাঁচ। শিশুদের নিয়ে রীতিমত আতঙ্কে তাদের পরিবার। এমতাবস্থায় সন্তানদের সুস্থ রাখতে কী করবেন বাবা-মায়েরা। কী ভাবে সুস্থ রাখবেন সন্তানকে?
বিশেষজ্ঞ চিকিৎসকরা জানাচ্ছেন, কিছু বেসিক হাইজিন মানলেই হবে। অকারণে আতঙ্ক যেন না ছড়ায়।
* সবচেয়ে গুরুত্বপূর্ণ হাত ধোয়া। সম্ভব হলে ২০ সেকেন্ড সাবান দিয়ে কোচলে হাত ধুতে হবে। হাতের দু’পিঠই ভাল করে ধুয়ে নিন।
* সন্তান স্কুলে বা পড়তে যাওয়ার সময় স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে দিন। এমনকি বাইরে কোথাও গেলে হ্যান্ড স্যানিটাইজার ব্যাগে দিয়ে দিন।
* সহপাঠীর জ্বর হলে কাছে যেতে নিষেধ করুন। হ্যান্ড শেক না করাই ভাল।
* অন্যান্যের কথা ভেবে যে সব দেশে করোনার আক্রমণ হচ্ছে, সদ্য সে দেশ থেকে ফিরলে আপনার সন্তানকে প্রথমে কিছুদিন স্কুলে পাঠাবেন না। সন্তানের হাঁচি কাশি হলে সন্তানদের মুখে মাস্ক পরিয়ে দিন।
* যে কেউই বাইরে ঘুরতে গেলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। পরিচ্ছন্ন হোটেলে ওঠার চেষ্টা করবেন। মশলাদার খাবার খাবেন না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।