হোম /খবর /লাইফস্টাইল /
তীব্র গরম!‌ এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখার ঘরোয়া টোটকা দেখে নিন

তীব্র গরম!‌ এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখার ঘরোয়া টোটকা দেখে নিন

(Photo: Reuters/Image for representation)

(Photo: Reuters/Image for representation)

কিন্তু গরম বলেই তো সারাক্ষণ ঘরে এসি চালিয়ে রাখা সম্ভব নয়

  • Last Updated :
  • Share this:

#‌কলকাতা:‌ কলকাতায় বর্ষা এসে পড়লেও তাপমাত্রার পারদ মাঝে মাঝেই চড়ছে। তার মধ্যে রয়েছে প্যাচপ্যাচে আর্দ্রতা। সব মিলিয়ে আবহাওয়ার কারণে প্রাণ একেবারে ওষ্ঠাগত। কিন্তু গরম বলেই তো সারাক্ষণ ঘরে এসি চালিয়ে রাখা সম্ভব নয়। আর এসি না থাকলেও ঘর ঠান্ডা রাখার কয়েকটি ঘরোয়া উপায় আছে। সেগুলি মেনে চললে ঘর সহজে ঠান্ডা থাকবে।

প্রথমত মোটা পর্দা গরমকালে ব্যবহার করা যেতে পারে। সেটি একটু বেলা বাড়লে টেনে দিয়ে রাখলে বাইরের তাপ অনেকটা কম ঢুকবে ঘরে। তাতে ঘর ঠান্ডা থাকবে। ঘরে ছোট গাছ রাখতে পারেন। তাতেও ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণে সুবিধা হবে এবং ঘর ঠান্ডা থাকবে।

এছাড়া, দিন কেটে গেলে রাতের বেলা জানলা দরজা খুলে হাওয়া খেলতে দিন ঘরে। তাতে ঘরের গুমোট ভাব কিছুটা কাটবে। যদি আপনার ফ্ল্যাট ওপরের তলায় হয়, তাহলে জানলা খুলে হাওয়া পাবেন, যাতে গরমের ভাব কিছুটা কমতে পারে। এছাড়া ঘর পরিস্কার করার সময় রোজ জল ন্যাতা দিয়ে ঘর মুছুন। একটু জল জল থাকলেও আপত্তি নেই। তাতেও ঘর কিছুটা ঠান্ডা থাকবে।

Published by:Uddalak Bhattacharya
First published:

Tags: Lifestyle