#কলকাতা: শহর আর গ্রামের জীবনযাত্রায় যে বিস্তর ফারাক আছে, সে সকলেই জানে। কংক্রিটের জঙ্গলে ক্রমাগত কমতে থাকা সবুজ আর বাড়তে থাকা স্ট্রেস ধীরে ধীরে গ্রাস করছে জীবনের অনেকটাই। বয়সের অনেক আগেই বুড়িয়ে যাচ্ছেন অনেকে। আর এই সবটুকুর কারণ হিসেবে ভেসে ওঠে দু'টো শব্দ- লাইফস্টাইল ডিজিজ। অর্থাৎ এমন কিছু অসুখ যার গোড়ায় আছে অনিয়ন্ত্রিত জীবনযাত্রার প্রভাব।
লাইফস্টাইল ডিজিজের মধ্যে সবার প্রথমেই নাম আসবে ডায়াবেটিসের। সাধারণ লব্জে সুগার নামে পরিচিত হলেও ব্যাপারটা মোটেও মিষ্টি নয়। রক্তে চিনির পরিমাণ বৃদ্ধি হওয়াতেই শুধু এটা সীমাবদ্ধ থাকে না। ধীরে ধীরে নষ্ট করে দেয় শরীরের অনেক অঙ্গ-প্রত্যঙ্গ। সুতরাং সময় মতো ধরা না পড়লে বিষয়টি জটিল আকার ধারণ করতে পারে। যদিও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার অনেক ওষুধ আছে, কিন্তু স্বাভাবিক উপায়ে রক্তে চিনির পরিমাণ কম করতে হলে অ্যালোভেরার হাত ধরতে হবে।
রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা এবং ত্বকে উজ্জ্বলতা নিয়ে আসাই কিন্তু অ্যালোভেরার একমাত্র কাজ নয়। ডায়াবেটিস রোগীদের কাছে অ্যালোভেরা জুস হল অমৃতের সমান।