Home /News /life-style /
Holi Special Brunch: জমজমাট দোলের খানাপিনা, উৎসবের ভূরিভোজের জন্য এই পাঁচতারায় থাকছে ঢালাও আয়োজন

Holi Special Brunch: জমজমাট দোলের খানাপিনা, উৎসবের ভূরিভোজের জন্য এই পাঁচতারায় থাকছে ঢালাও আয়োজন

Holi Special Food

Holi Special Food

Holi Festive Offers at Taj Bengal and Vivanta: সামনেই দোল। আর এই রঙের উৎসবে রঙ খেলার সঙ্গে সঙ্গে জমিয়ে খাওয়া-দাওয়াটাও মাস্ট।

 • Share this:

  #কলকাতা: সামনেই দোল। আর এই রঙের উৎসবে রঙ খেলার সঙ্গে সঙ্গে জমিয়ে খাওয়া-দাওয়াটাও মাস্ট। আর উৎসবের ভূরিভোজের জন্য কলকাতার পাঁচতারা হোটেল তাজ বেঙ্গল (Taj Bengal) এবং ভিভান্তায় (Vivanta) থাকছে বিশেষ আয়োজন।

  তাজ বেঙ্গল

  ক্যাল ২৭ (CAL 27)

  হোলি স্পেশ্যাল ব্রাঞ্চ – ১৯ মার্চ, ২০২২

  সময় – দুপুর ১২:৩০ থেকে দুপুর ৩:৩০

  স্পেশ্যাল ব্যুফে – জনপ্রতি ২০০০ টাকা + ট্যাক্স

  আরও পড়ুন-ডিম খেলে কি কোলেস্টেরল বেড়ে যায়? জানেন কি দিনে ক'টা করে ডিম খাওয়া উচিত?

  বিশেষ মেনুর মধ্যে অন্যতম –

  স্পেশ্যাল ব্রাঞ্চের সঙ্গে থাকবে লাইভ পাত্তা চাট। আর এই পাত্তা চাটের অপশনের মধ্যে অন্যতম ভাং পাতা, পান পাতা, জোয়ান পাতার চাট। লাইভ গোলগাপ্পা স্টেশনের মূল আকর্ষণ হল ৪ ধরনের জলের অপশন– ঠান্ডাই, টক-মিষ্টি তেঁতুলের জল ইত্যাদি। এ ছাড়াও থাকছে স্পেশ্যাল বম্বে চৌপট্টি স্টেশন লাইভ কাউন্টার। সেখানে অতিথিরা উপভোগ করতে পারবেন মুম্বইয়ের স্পেশাল খাবার, যেমন– বড়া পাও, দাবেলি, গ্রিলড স্যান্ডউইচ ইত্যাদি। সেই সঙ্গে এখানে থাকবে লাইভ বরফ কে গোলে স্টেশন, আর সেখানে মিলবে কালা খাট্টা সিরাপ, রোজ সিরাপের মতো আইটেম। এ ছাড়াও থাকবে আরও অনেক আকর্ষণীয় খাবারদাবার।

  আসন সংরক্ষণের জন্য কল করতে হবে এই নম্বরে +91-33 6612 3310

  ভিভান্তা কলকাতা, ইএম বাইপাস

  মিন্ট (MYNT)

  হোলি স্পেশ্যাল ডিনার ব্যুফে– ১৮ মার্চ, ২০২২

  সময়– সন্ধে ৭:৩০ থেকে রাত ১০:৩০

  ডিনার ব্যুফে– জনপ্রতি ১২০০ টাকা + ট্যাক্স

  বিশেষ মেনুর মধ্যে ন্যতম –

  দোলের বিশেষ মেনুতে থাকবে আঞ্চলিক ছোঁয়া। আর মূল আকর্ষণ হচ্ছে লাইভ চাট স্টেশন। এর পাশাপাশি থাকবে চিকেন বিরিয়ানি, গোস্ত কুন্দন কালিয়া, কোফতা শাম সভেরা, সবজিয়ো কা গুলদস্তা-সহ আরও নানা আকর্ষণীয় খাবার। আর শেষপাতের মিষ্টিমুখে থাকবে ঠান্ডাই, গুজিয়া, কেশরিয়া রসমালাইয়ের মতো দারুণ মিষ্টি।

  আরও পড়ুন-Weight Loss: ওজন কমানোর জন্য সাবুদানা? ঠিকঠাক সুফল পাওয়ার সম্ভাবনা কতটা?

  আসন সংরক্ষণের জন্য কল করতে হবে এই নম্বরে + 91-33-6612 3302/3939

  স্যোয়ার্ল (Swirl)

  অ্যাসর্টেড ইন্ডিয়ান মিঠাই– ১৮ মার্চ, ২০২২

  সময়– সন্ধে ৭:৩০ থেকে রাত ১০:৩০

  মূল্য– আলা কার্ট

  বিশেষ মেনুর মধ্যে অন্যতম –

  দোলে আকাশে-বাতাসে উড়বে আবির, আর এই আনন্দ-উৎসব মিষ্টিমুখ ছাড়া কী করে সম্পূর্ণ হবে! তাল শাঁস সন্দেশ, কেশর কালাকাঁদ, ক্ষীরকদম-সহ আকর্ষণীয় নানান ভারতীয় মিষ্টি পাওয়া যাবে এখানে।

  আসন সংরক্ষণের জন্য কল করতে হবে এই নম্বরে + 91-33-6612 3302/3939

  Published by:Siddhartha Sarkar
  First published:

  Tags: Holi 2022, Taj Bengal

  পরবর্তী খবর