#নয়াদিল্লি: বিজ্ঞানীরা জোর দিয়ে বলেছিলেন, বাতাসে ড্রপলেটের মাধ্যমে সংক্রমিত হতে পারে করোনা ভাইরাস। সেই বিষয়টি প্রথমে মানতে না চাইলেও শেষ পর্যন্ত হাওয়ায় করোনা সংক্রমণ রুখতে কয়েকটি গাইডলাইন প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য।
WHO-র নয়া গাইডলাইনে বলা হয়েছে, স্বাভাবিকভাবেই করোনার প্রকোপ থেকে বাঁচতে ভিড় এড়ানোর প্রয়োজন। কোথাও বেশি লোক জমায়েত করা ঠিক হবে না। এর পাশাপাশি, যে বাড়িতে মানুষ থাকেন, বা যেখানে কাজ করেন সেটি খোলামেলা হওয়া জরুরি। দেখতে হবে, সেই বাড়িতে যেন আলো-বাতাস চলাচলের ব্যবস্থা থাকে। বদ্ধ জায়গায় করোনা সংক্রমণের সম্ভবনা আরও বেড়ে যায়। এর পাশাপাশি WHO আবারও মনে করিয়ে দিয়েছে করোনার বিরুদ্ধে লড়াই করার দু’টি প্রাথমিক শর্তের কথা। প্রথমত, মাস্ক পরা যে কোনও নাগরিকের জন্যই বাধ্যতামূলক হতে হবে। এছাড়া, যেখানেই যাওয়া হোক না কেন, শারীরিক দূরত্ব বজায় রেখে কথা বলতে হবে। কখনই এই প্রাথমিক অভ্যাস বদল করলে চলবে না। মনে রাখতে হবে, যেখানে বেশিরভাগ সময় থাকা হয়, সেই জায়গাটা পরিস্কার রাখতে হবে পাশাপাশি নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যতটা কাজ করা যায়, করতে হবে।
এর আগে পৃথিবী জোড়া বেশ কয়েকজন বিজ্ঞানী একটি চিঠিতে লেখেন, বাতাসের মাধ্যমে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার উদাহরণ তাঁরা পেয়েছেন। যদিও WHO সেটিকে এখনও পুরোপুরি গ্রহণ করেনি। আরও প্রমাণের দাবি করেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, WHO