#নয়াদিল্লি: দেশের ৭২ তম প্রজাতন্ত্র দিবসে জল সংরক্ষণের স্বার্থে এক মহৎ উদ্যেগ নিয়েছে নিউজ ১৮ (News18) ও হার্পিক ইন্ডিয়া (Harpic India)৷ তারা যুগ্ম ভাবে শুরু করেছে 'দ্য মিশন পানি ওয়াটারথন' (The Mission Paani Waterthon)৷
জল সংরক্ষণ করে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে দেওয়ার এই মহান কর্মকাণ্ডে দেশের তাবড় সেলেব থেকে নেতৃত্ববৃন্দ হাতে হাত মিলিয়েছে৷ এই অভিযানের অ্যাম্বাসডর হিসাবে বেছে নেওয়া হয়েছে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে৷ 'পানি কি কাহানি, ভারত কি জুবানি' (Paani Ki Kahaani, Bhaarat Ki Zubaani) হচ্ছে এই প্রচারের থিম৷ অর্থাৎ ভারতের জল সঙ্কট নিয়ে সচেতনতা বাড়াবে মিশন পানি ওয়াটারথন৷
এদিন অক্ষয় জানিয়েছেন যে, জলই তাঁর জীবন বাঁচিয়েছে৷ হাইড্রোথেরাপিতে সেরেছে তাঁর স্লিড ডিস্কের সমস্যা৷ 'ফিটনেস ফ্রিক' অক্ষয় বলছেন তাঁর কঠোর ট্রেনিংয়ের মধ্যেই ছিল হাইড্রোথেরাপি বা অ্যাকোয়াথেরাপি৷ জলের মধ্যে এই সব কার্যকলাপেই তাঁর যথার্থ রিহ্যাব হয়েছে বা গুরুতর চোট সেরে উঠেছে৷ বর্তমানে এই থেরাপি অ্যাথলিটদের কাছে অন্যতম প্রয়োজনীয় শরীরচর্চার অংশ হয়ে উঠেছে৷
#MissionPaani Campaign Ambassador @akshaykumar walks on the treadmill, during @harpic_india-News18 #MissionPaani Waterthon, to mirror the distances women have to walk in order to fetch clean water.#MeriJalPratigya
LIVE Updates: https://t.co/1XkHjbTg7r pic.twitter.com/WISqv4vU06— News18 (@CNNnews18) January 26, 2021
অক্ষয় বলতেই চোখের সামনে ভেসে ওঠে দুর্দান্ত সব স্টান্ট৷ যিনি কখনও 'বডি ডাবল' নেননি৷ নিজের স্টান্ট নিজেই করেন৷ সেই আক্কির স্লিপ ডিস্ক হয়েছিল ১৯৯৬ সালে৷ 'খিলাড়িও কা খিলাড়ি' ছবিতে আন্ডারটেকারকে কাঁধে তুলতে গিয়ে বিপত্তি ঘটে তাঁর৷ সেরে ওঠার জন্য ডাক্তাররা অক্ষয়কে হাইড্রোথেরাপিই নিতে বলেছিলেন, অক্ষয় জানান," জলই আমাকে বাঁচিয়েছে৷ জলের মধ্যে ওয়ার্ক-আউট করেছি৷ হতে পারে সেটা দৌড়, হাঁটা বা যে কোনও রকমের শরীরচর্চা৷ হাইড্রোথেরাপি মানেই জলে ওয়ার্ক-আউট করতে হবে৷ এই প্রক্রিয়ায় জলের তোড়ে ভেস যাওয়ার সঙ্গেই শরীরের ভার বহন করার চাপকে কমিয়ে দেয়৷"
I would like to thank Network18 for this initiative: Jal Shakti Minister Gajendra Singh Shekhawat (@gssjodhpur). @harpic_india | #MeriJalPratigya
Join #MissionPaani Waterthon with @AnchorAnandN, @akshaykumar & @Broacha_Cyrus. pic.twitter.com/esSYQSl81B— News18 (@CNNnews18) January 26, 2021
অক্ষয় আরও বলছেন যে, সম্প্রতি তিনি ওয়াটার ট্রেডমিল করেন নিজেকে ফিট রাখার জন্য৷ তিনি জানিয়েছেন এটা করতে যে জলের প্রয়োজন হয় সেটাকে সংরক্ষণ করে পরিস্কার করা যায়৷ ৩-৪ বার ব্যবহারও করা সম্ভব৷ এর ফলে জলের ন্যূনতম অপচয় হয়৷