Photo: collected
#কলকাতা: পিরিয়ডের সময় সেক্স করা উচিত নাকি নয়? এই সময় সেক্স করলে কি প্রেগন্যান্ট হওয়ার ঝুঁকি থাকে? অনেকের মনেই এই প্রশ্ন থাকে৷ অনেকে আবার নিশ্চিন্তে এই সময় মিলিত হন৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এতটা নিশ্চিন্ত হওয়ার কিছু নেই৷ এই সময় সেক্স করলেও থেকে যায় প্রেগন্যান্সির সম্ভাবনা৷
পিরিয়ডের সময় সেক্স করলে প্রেগন্যান্ট না হওয়ার চান্স বেশি থাকে যদি আপনার নিয়মিত ঋতুচক্র হয় ২৮ বা ৩০ দিনের৷ সেক্ষেত্র পিরিয়ড শেষ হওয়ার দিন থেকে ওভিউলেশনের ব্যবধার থাকে অন্তত ৭ থেকে ১০ দিন৷
আরও পড়ুন:
'একাধিক পুরুষ শরীর ভালো লাগে, আঙুলটা তো আমার', বিস্ফোরক লেখিকা!
কিন্তু যদি আপনার ঋতুচক্র কম দিনের হয়, অর্থাত্ যদি ২১ থেকে ২৪ দিনের মধ্যেই আপনার পিরিয়ড সাইকেল ঘোরাফেরা করে তাহলে পিরিয়ডের সময় সেক্স করলে প্রেগন্যান্ট হওয়ার ঝুঁকি থেকে যায়৷ এক্ষেত্রে পিরিয়ডের ৪-৫ দিনের মধ্যেই ওভিউলেশন হয়৷ শুক্রাণু মহিলাদের শরীরে ৪-৫ দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে৷ সেক্ষেত্রে যদি আপনার ওভিউলেশন ৫ দিনের মধ্যে হয় তাহলে আপনি প্রেগন্যান্ট হতে পারেন৷
First published:
September 27, 2018, 8:54 PM IST
পুরো খবর পড়ুন