• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • বেড়ে চলা ওজনেই বাড়ছে ক্যানসারের ঝুঁকি

বেড়ে চলা ওজনেই বাড়ছে ক্যানসারের ঝুঁকি

photo: pixabay

photo: pixabay

 • Share this:

  বিশ্বে ক্রমশ বেড়ে চলা শারীরিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম ওবেসিটি বা অতিরিক্ত ওজন বাড়ার সমস্যা৷ আর এই ওবেসিটিই মূল কারণ হয়ে উঠছে ডায়াবেটিস, হার্ট বা কিডনির সমস্যার৷ এমনকী, ক্যানসার জার্নালে প্রকাশিত রিপোর্ট জানাচ্ছে, সারা বিশ্বে ক্যানসারের ৩.৯ শতাংশ ক্ষেত্রে কারণ ওবেসিটি৷ বাড়তি ওজন ঝুঁকি বাড়ায় পোস্টমেনোজাল ব্রেস্ট ক্যানসার, লিভার ক্যানসার ও প্রস্টেট ক্যানসারের৷ এই রিপোর্টই জানাচ্ছে, ২০৩০ সালের মধ্যে সারা বিশ্বে ২ কোটি ১৭ লক্ষ মানুষ ক্যানসারে আক্রান্ত হবেন৷ ১ কোটি ৩ লক্ষ মানুষের মৃত্যু হবে ক্যানসারে আক্রান্ত হয়েই৷ মহিলাদের ঝুঁকি পুরুষদের তুলনায় দ্বিগুণ৷ মহিলাদের মধ্যে যেখানে ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি, পুরুষরা সবচেয়ে বেশি আক্রান্ত হন লিভার ক্যানসারে৷ এই গবেষণার মুখ্য গবেষক হুনা সাং জানান, সারা বিশ্বে পরিবর্তিত অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণেই বাড়ছে ওবেসিটির সমস্যা৷ যার প্রবণতা পুরুষ ও মহিলাদের মধ্যে সমান৷

  First published: