• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • করোনা আবহেই বাড়ছে ডেঙ্গির প্রকোপ! সতর্ক হন! জেনে নিন, কী করবেন ? কী করবেন না ?

করোনা আবহেই বাড়ছে ডেঙ্গির প্রকোপ! সতর্ক হন! জেনে নিন, কী করবেন ? কী করবেন না ?

করোনার দাপটের মধ্যেই কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে বাড়ছে ডেঙ্গির প্রকোপ

করোনার দাপটের মধ্যেই কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে বাড়ছে ডেঙ্গির প্রকোপ

করোনার দাপটের মধ্যেই কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে বাড়ছে ডেঙ্গির প্রকোপ

 • Share this:

  #কলকাতা: করোনার দাপটের মধ্যেই কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। সতর্ক থাকুন, আগেভাগেই জেনে নিন ডেঙ্গির লক্ষণগুলি--

  কী কী উপসর্গে বুঝবেন আপনার ডেঙ্গু হয়েছে?

  ১. ধুম জ্বর আসতে পারে।

  ২. গায়ে র‍্যাশ বের হতে পারে।

  ৩. অসহ্য মাথাব্যথা হতে পারে।

  ৪. চোখের আশেপাশে ব্যথা হতে পারে।

  ৫. পেশি আর গাঁটে ব্যথা হতে পারে।

  ৬. বমি-বমি ভাব হতে পারে।

  ৭. খিদে না পেতে পারে।

  ৮. অনেক ক্ষেত্রে জ্বরের তিন-চার দিন পর ঘাড়ের কাছে গোলাপি রঙ হয়ে যেতে পারে।

  বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলে যে সারা দুনিয়ায় প্রায় ১৯০ মিলিয়ন ডেঙ্গি আক্রান্তের কথা নথিভুক্ত হয়েছে। ৯৬ মিলিয়ন ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয়েছে। ভারতে প্রতি বছর ২৫ শতাংশ বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।

  কখন ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি?

  ১. আসপাশে জমা জল রয়েছে, এ রকম অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে ডেঙ্গি-আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি । এ' ছাড়াও যাঁদের এক বার ডেঙ্গু হয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা যাঁদের কম, যাঁদের প্লেটলেট কাউন্ট কম, তাঁদের ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল।

  ডেঙ্গি হয়েছে কি না, কোন পরীক্ষায় জানতে পারবেন?

  ১. ব্লাড কাউন্ট টেস্ট

  ২. এলিজা টেস্ট

  ৩. পিসিআর টেস্ট

  ডেঙ্গি হলে কী করবেন?

  ১) উপসর্গ চলতে থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।

  ২) প্রচুর পরিমাণে জল পান করুন।

  ৩) প্যারাসিটামল খেলে তাপমাত্রা নিয়ন্ত্রণে আসতে পারে। তবে অ্যাসপিরিন অথবা আইবুপ্রোফিন জাতীয় ওষুধ খাবেন না, রক্তপাতের সম্ভাবনা বাড়িয়ে দেয়।

  ডেঙ্গি সংক্রমণের সম্ভাবনা কমানোর জন্য কী কী করতে পারেন?

  ১. মশা ডিম পাড়তে পারে, এ'রকম পরিষ্কার জল জমিয়ে রাখবেন না।

  ২. মশারিতে জাল দিয়ে রাখুন, ফুল-হাতা জামা পরুন, মশার কয়েল জ্বালিয়ে রাখতে পারেন, দেহের যে অংশ খোলা থাকছে, তাতে মসকুইটো রিপেল্যান্ট মলম মাখতে পারেন।

  ৩. সূর্যাস্তের আগে ঘরের জানলা-দরজা বন্ধ করুন।

  একবার যাঁদের ডেঙ্গু হয়েছে, তাঁদের আবার সংক্রমণের সম্ভাবনা থাকে। তাই সতর্ক থাকুন

  Published by:Rukmini Mazumder
  First published: