• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • শুধু মশা নয়, যৌন সম্পর্কের মাধ্যমেও ছড়ায় ডেঙ্গি ! সামনে এল চাঞ্চল্যকর তথ্য

শুধু মশা নয়, যৌন সম্পর্কের মাধ্যমেও ছড়ায় ডেঙ্গি ! সামনে এল চাঞ্চল্যকর তথ্য

স্পেনের স্বাস্থ্য মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে যে যৌন সম্পর্কের মাধ্যমেও ডেঙ্গি ছড়ায় ৷

স্পেনের স্বাস্থ্য মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে যে যৌন সম্পর্কের মাধ্যমেও ডেঙ্গি ছড়ায় ৷

স্পেনের স্বাস্থ্য মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে যে যৌন সম্পর্কের মাধ্যমেও ডেঙ্গি ছড়ায় ৷

 • Share this:

  #নয়াদিল্লি: বেড়েই চলেছে ডেঙ্গির প্রভাব ৷ গোটে রাজ্য এখন ডেঙ্গি আতঙ্কে ভুগছে ৷ মশার কামড়ে ডেঙ্গি ছড়ায় অথার্ৎ এটি মশা বাহিত রোগ ৷ এতদিন পর্যন্ত এটাই সবাই মনে করে আসতেন ৷ ফলে ডেঙ্গি প্রতিরোধে সকলেই মশা দূর করার উপরে বেশি জোর দিয়ে এসেছেন ৷ তবে সম্প্রতি সামনে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য ৷ তাতে দাবি করা হয়েছে যে যৌন সম্পর্কের মাধ্যমেও ছড়ায় ডেঙ্গি ৷

  স্পেনের স্বাস্থ্য মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে যে যৌন সম্পর্কের মাধ্যমেও ডেঙ্গি ছড়ায় ৷ ৪১ বছর বয়সী এক ব্যক্তি যৌন সংসর্গের ফলে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে তারা দাবি করেছে ৷ এবং পরীক্ষায় তার প্রমাণ পাওয়া গিয়েছে ৷

  জানা গিয়েছে, যে সঙ্গীর সঙ্গে ওই ব্যক্তির যৌন সম্পর্ক হয়, তিনি তার কিছুদিন আগেই কিউবায় ঘুরতে গিয়েছিলেন ৷ কিউবায় ডেঙ্গির প্রভাব রয়েছে এবং সেখানে গিয়ে তিনি ডেঙ্গিতে আক্রান্ত হন। ৪১ বছরের ব্যক্তি জানিয়েছেন তিনি এমন কোনও এলাকায় ছিলেন না যেখানে ডেঙ্গির উপদ্রব রয়েছে ৷ এরপর তার এবং তার সঙ্গীর স্পার্ম পরীক্ষা করে দেখা যায় যে ডেঙ্গির জীবাণু উপস্থিত রয়েছে ৷

  সাধারণত ট্রপিক্যাল বা সাব ট্রপিক্যাল দেশে ডেঙ্গির উপদ্রব বেশি৷ এডিস ইজিপ্টাই প্রজাতির মশা ডেঙ্গির জীবাণু বহন করে ৷ এরা সাধারণত ট্রপিক্যাল বা সাব ট্রপিক্যাল দেশে বসবাস করে ৷ স্পেনের আবহাওয়া সম্পূর্ণ আলাদা ট্রপিক্যাল বা সাব ট্রপিক্যাল দেশগুলি থেকে ৷ তাই ৪১ বছরের ব্যক্তির শরীরে ডেঙ্গির জীবাণু পাওয়ায় মাদ্রিদের চিকিৎসকেরা দাবি করেছেন যে শুধু মশা নয় যৌন সম্পর্কের মাধ্যমেও ছড়ায় ডেঙ্গি ৷

  First published: