corona virus btn
corona virus btn
Loading

চাপ কাটাতে সাহায্য করে তুলসী পাতার চা, মেদও ঝরায় ! জেনে নিন উপকারিতা

চাপ কাটাতে সাহায্য করে তুলসী পাতার চা, মেদও ঝরায় ! জেনে নিন উপকারিতা

কথায় কথায় ডাক্তার দেখানো আর ওষুধের দোকানে ছুটছেন ৷ কিন্তু জানেন কি? আপনার ঘরেই রয়েছে এমন অনেক কিছু, যা শরীরের জন্য দারুণ উপকারি ৷

  • Share this:

#কলকাতা: কথায় কথায় ডাক্তার দেখানো আর ওষুধের দোকানে ছুট ৷ কিন্তু জানেন কি? ঘরেই রয়েছে এমন অনেক কিছু, যা টুকটাক শরীর খারাপ শুধু নয়, কমিয়ে দিতে পারে কঠিন রোগও ৷

তুলসী পাতা এরকমই একটা গাছ, যার পাতায় রয়েছে প্রচুর ভেষজ গুণ ! এতদিন শুধু জানতেন, কাশি, সর্দি লাগা এই সবের জন্যই ভালে তুলসী পাতা ৷ এমনকী, ক্ষতের জায়গাতেও তুলসী পাতার রস দিলে উপকার দেয় ৷ তবে তুলসীর যে এই উপকার গুলো রয়েছে, সেটা জানাই ছিল না ৷

তুলসী এমন একটা গাছ, যা ২৪ ঘণ্টা অক্সিজেন দেয় ৷ এই কারণেই তুলসী গাছ বাড়ির আশে পাশে লাগানো দরকার ৷ সর্দি-কাশি সারাতেও তুলসি জলের তুলনা নেই। শ্বাসকষ্টের সমস্যাতেও তুলসি জল অত্যন্ত উপকারী। এছাড়া তুলসি মানসিক চাপ কমিয়ে মস্তিষ্কের কাজ আরও ভালভাবে করতে সাহায্য করে। রক্তচাপ ও রক্তে শর্করার মাত্র ঠিক রাখতে সাহায্য করে তুলসি জল। এছাড়া মেটাবলিজম রেট ভালো রাখে তুলসি জল। ফলে অতিরিক্ত ওজন কমাতে এটি সাহায্য করে। কলোস্টেরল কমিয়ে পেটের চর্বি কমাতে সাহায্য করে এই পানীয়।

নিয়মিত তুলসী পাতা খেলে স্মৃতিশক্তি ভাল হয় ৷

দাঁতের ব্যথায় তুলসী পাতার রস লাগালে উপকার দেয় ৷

ব্রন-র ওপর তুলসী পাতার রস লাগালে দ্রুত কমে যাবে ৷

শুধু তাই নয়, ঘরের মধ্যে তুলসী গাছ রাখলে মশা আসবে না ঘরে ৷

চুলের ক্ষেত্রেও তুলসী পাতার রস খুব ভাল ৷

Published by: Siddhartha Sarkar
First published: January 31, 2020, 9:12 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर