হোম /খবর /স্বাস্থ্য /
অসমে চা বাগানে করোনা মোকাবিলায় নতুন উদ্যোগ, হাসপাতালে উন্নত আইসিইউ

অসমে চা বাগানে করোনা মোকাবিলায় নতুন উদ্যোগ, হাসপাতালে উন্নত আইসিইউ

সারা পৃথিবীতেই স্বাস্থ্য ব্যবস্থাকে প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়েছে করোনা সংক্রমণ।

  • Last Updated :
  • Share this:

#‌নয়াদিল্লি:‌ অতিমারীর প্রভাবে সকলেই কমবেশি প্রভাবিত। আর এত সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে স্বাস্থ্য ব্যবস্থা। সেই স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে চেষ্টা করছেন সকলেই। Amalgamated Plantations Pvt. Ltd.(APPL)‌, দেশের দ্বিতীয় বৃহত্তম চা প্রস্তুতকারক সংস্থা তাই আরও একধাপ এগিয়ে গেল। টাটা সন্সের ‌আওতায় থাকা Referral Hospital and Research Centre (RHRC)‌–এ তৈরি হল একটি আইসিইউ। এই হাসপাতালের চৌবা টি এস্টেট এলাকায় এই I‌CU ‌তৈরি করেছে সংস্থা। যেখানে থাকছে চিকিৎসার অত্যাধুনিক সমস্ত সরঞ্জাম। থাকছে ভেন্টিলেটর, যাতে করোনা আক্রান্তদের চিকিৎসা করা হয়। চা বাগানে চিকিৎসার অভাব যাতে না হয়, তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সারা পৃথিবীতেই স্বাস্থ্য ব্যবস্থাকে প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়েছে করোনা সংক্রমণ। আর সেই সংক্রমণের ফলে অনেকটা বেড়ে গিয়েছে রোগির সংখ্যা। RHRC সারা দেশ জুড়ে প্রায় অসমে প্রায় তিন লক্ষ রোগীর চিকিৎসা করছে। শুধু অসম নয়, আশেপাশে রাজ্য থেকেও অনেক রোগী আসছেন এখানে। এই নতুন প্রযুক্তি হাসপাতালের সঙ্গে যুক্ত হওয়ায় লাভবান হবেন সাধারণ মানুষই। APPL–এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ বিক্রম সিং জানিয়েছেন, আমরা এই নতুন ব্যবস্থা করতে পারে আনন্দিত ও গর্বিত। অসমের করোনা লড়াইয়ে এই সংযুক্তি এক নতুন মাত্রা যোগ করবে। আমরা টাটা সন্সকে এই কারণে ধন্যবাদ জানাই।’‌

Published by:Uddalak Bhattacharya
First published:

Tags: Coronavirus