#নয়াদিল্লি: পাশে থাকার জন্য সাহস জোগায়। জীবনের কঠিন পরিস্থিতিগুলিতে হাতে হাত রেখে বছরের পর বছর একসঙ্গে কাটিয়ে দিতে সাহায্য করে। তা, ভ্যালেন্টাইন'স উইক তো শুরু হয়ে গিয়েছে! রোজ ডে-তে ভালো একটা গোলাপ দিয়েছেন। টেডি ডে'র দিন মিষ্টি একটি টেডি উপহার দিয়েছেন। এবার কাছের মানুষটিকে কথা দেওয়ার সময়। কথা রাখার সময়। তাই আরও স্পেশাল হয়ে উঠুক এবারের প্রমিস ডে।
১১ ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইনস উইকের পঞ্চম দিন তথা প্রমিস ডে-তে রইল কিছু টেক্সটের তালিকা। সুযোগ বুঝে পাঠিয়ে দিতে পারেন প্রেমিক-প্রেমিকাকে। কিংবা কাছের মানুষের জন্য সাজিয়ে নিতে পারেন নিজের WhatsApp স্টেটাস, Facebook Story বা Instagram Reel।
যত দিন হবে সূর্যোদয় সূর্যাস্ত,আকাশ জুড়ে থাকবে তারাদের মেলা,তত দিন শুধু তোমার থাকব-
সরিয়ে দিয়ে সব অবহেলা!আমার যা কিছু ভালো,সব চিনেছি তোমার ছোঁওয়ায়।এভাবেই ছুঁয়ে থাকব সারাজীবন,হাতে হাত রেখে ভালোবাসায়।
মুছে দিয়ে চোখের জল,তোমার হাসির কারণ হয়ে থাকতে চাই।কথা দিলাম থাকব পাশে,সারা জীবন শুধু এভাবেই বাঁচতে চাই!
সব কষ্টে থাকব পাশে,এভাবেই মিলেমিশে,শুধু তোমার হয়েই থাকতে চাই-প্রতিটি দিনের শেষে!
হয় তো হবে না সব সমস্যার সমাধান,পারব না দিতে কথা,তবে হাতে হাত রেখে লড়তে চাই,ভাগ করে নিতে চাই সব ব্যথা!
তাহলে আর দেরি কীসের? সঙ্গীর হোমস্ক্রিন জুড়ে থাকুক আপনার ভালোবাসার বার্তা! সম্পর্কের ভিত আরও মজবুত করতে মনের জমা কথাগুলো এবার বলে ফেলতে হবে। তবে হ্যাঁ, শেষে যেন লেখা থাকে 'হ্যাপি প্রমিস ডে'!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Valentine Week