Home /News /life-style /

রেস্তোরাঁয় খেতে গিয়ে ওয়েটারের নাচ দেখেই কেটে যায় সময়! দারুণ নাচিয়ে ওয়েটারের ভিডি ভাইরাল, সুপারহিট

রেস্তোরাঁয় খেতে গিয়ে ওয়েটারের নাচ দেখেই কেটে যায় সময়! দারুণ নাচিয়ে ওয়েটারের ভিডি ভাইরাল, সুপারহিট

গুয়াহাটি শহরের অ্যাবসলিউট বারবিকিউ-র কর্মী তিনি৷ নাম সুরজিত ত্রিপুরা৷ বয়স ২৩৷

 • Share this:

  #গুয়াহাটি: খেতে গিয়ে নাচ দেখতে ব্যস্ত সকলে৷ এবং সেই নাচ নাচছেন হোটেলের ওয়েটার! তিনিই পরিবেশন করছেন খাবার আবার তিনিই নেচে সকলের মন জয় করছেন! এবং তাঁর প্রতিভা যে কতটা, তা ভিডিও দেখলেই বুঝবেন৷ এমন ভিডিও কী ভাইরাল না হয়ে পারে! গুয়াহাটি শহরের অ্যাবসলিউট বারবিকিউ-র কর্মী তিনি৷ নাম সুরজিত ত্রিপুরা৷ বয়স ২৩৷ রেস্তোরাঁয় উপস্থিত সকল অতিথিদের সামনে তিনি নাচ গার্ল আই নিড ইউ গানের সঙ্গে৷ গানটি বাগী ছবির৷ তাঁর এমন নাচ দেখে সকলে উচ্ছ্বসিত৷

  গত মাসেই এই ভিডিও প্রকাশ্যে আসে৷ তারপর থেকে চাঞ্চল্য তৈরি করেন এই রেস্তোরাঁ কর্মী৷ সেই দিন রোস্তোরাঁয়ে এক অতিথি তাঁর জন্মদিন পালন করতে এসেছিলেন৷ সাধারণত জন্মদিন বা বিশেষ কোনও দিনে রেস্তোরাঁয় গেলে, কর্তৃপক্ষের তরফ থেকে কোনও উপহার বা কেক দেওয়া হয়৷ এটা বহু জায়গার রীতি৷ তবে এখানে সেই উপহারের পাশাপাশি বাড়তি পাওনা ছিল সুরজিতের নাচ৷ কেউ কল্পনাও করতে পারেনি যে এমন সুন্দর একটা শিল্পীসত্ত্বা লুকিয়ে রয়েছে তাঁর মধ্যে৷ ফলে তিনি নাচতে শুরু করতেই, সকলের নজর যায় এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হয় হাততালি৷

  সুরজিত জানিয়েছেন যে, তিনি কখনও কোথাও নাচের প্রশিক্ষণ নেননি৷ তিনি নিজেই শিখেছেন নাচ৷ ইউটিউব ভিডিও দেখে বা অন্য কোনও ভিডিও দেখে তিনি নাচতে শেখেন৷ দ্বাদশ শ্রেণী পাশ করেই তিনি চলে আসেন গুয়াহাটি৷ সেখানে কাজ শুরু করেন অ্যাবসলিউট বারবিকিউ-এ৷ সেখানেই কোনও বিশেষ অনুষ্ঠানে বা গ্রাহকদের অনুরোধে তিনি নাচেন৷

  রোস্তোরাঁয় উপস্থিত সকলে তো সুরজিতের নাচ উপভোগ করেছেন, এই ভিডিওটি ছড়িয়ে পড়তে, নেট দুনিয়ায় সকলে সুরজিতের নাচ দেখে খুবই আনন্দ পেয়েছেন৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Guwahati, Viral, Viral Video

  পরবর্তী খবর