Home /News /life-style /

শুভদৃষ্টির সময় আলতা মাখা পায়ে প্যান্ডেল ছিঁড়ে নীচে নেমে এলেন বর! তুমুল ভাইরাল ভিডিও

শুভদৃষ্টির সময় আলতা মাখা পায়ে প্যান্ডেল ছিঁড়ে নীচে নেমে এলেন বর! তুমুল ভাইরাল ভিডিও

হঠাৎই বিবাহ মণ্ডপে উপস্থিত অতিথিরা দেখেন, প্যান্ডেলের কাপড় ছিঁড়ে সেখান থেকে ধুতি-পাঞ্জাবি পরে নেমে আসছেন খোদ বিয়ের পাত্র ।

 • Share this:

  #কলকাতা: এ দেশে কত ধরনের ঘটনাই না ঘটে প্রতিদিন । তাই এ দেশের গলিতে গলিতে লুকিয়ে রয়েছে হরেক কিসিমের যত কাণ্ড কারখানা । আর সে সব ঘটনা এসে পড়েছে হাতের মুঠোর মধ্যে । আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে সে সমস্ত খবর নিমেষে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে । মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে সে সব । কখনও ছবি, কখনও ভিডিও, কখনও অডিও । এই সমস্ত ভাইরাল খবরে বিতর্ক যেমন তৈরি হচ্ছে, তেমনই নিখাদ মজার ঘটনা আনন্দও দিচ্ছে মানুষকে । অনেক ভিডিও মানুষকে অনুপ্রেরণা যোগাচ্ছে, উৎসাহ দিচ্ছে, অনুপ্রাণিত করছে ।

  এখন বিয়ের মরশুম চলছে । করোনা পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে আবার উৎসব-অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সাধারণ মানুষ । আর বাঙালি বাড়ির বিয়ে মানেই সেখানে হরেক মজার কাণ্ড, হাসি-হুল্লোড়, আজব ঘটনা...কিছু না কিছু ঘটবেই । তবে এই বিয়েতে বরের আগমণ টেক্কা দিল সবাইকে ।

  অনেক সময়ই বর-কনে বিয়ের আসরে প্রবেশের মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে চান । কনে আসেন পালকিতে বা পিঁড়িতে চড়ে । অনেক সময় পান পাতায় মুখ ঢেকে হেঁটেও আসেন তিনি । আর বর’কে আসতে দেখা যায় ঘোড়ার গাড়ি চেপে বা ঘোড়ার পিঠে চেপে । সম্প্রতি অভিনেতী নীল ভট্টাচার্য তো তাঁর বিয়েতে নৌকায় চেপে বিযে করতে এসেছিলেন ।

  তবে এই বরের এন্ট্রি একেবারে তাক লাগিয়ে দিল সবার । শুভদৃষ্টির সময় বর যেন একেবারে মহাকাশ থেকে নেমে এলেন । হঠাৎই বিবাহ মণ্ডপে উপস্থিত অতিথিরা দেখেন, প্যান্ডেলের কাপড় ছিঁড়ে সেখান থেকে ধুতি-পাঞ্জাবি পরে নেমে আসছেন খোদ বিয়ের পাত্র । তাঁর পায়ে আবার আলতা পরা । সাধারণত বিয়ের সময় কনে এবং বাড়ির এয়োস্ত্রীরাই পায়ে আলতা পরেন । কিন্তু এ ক্ষেত্রে তাতেও বেশ ব্যতিক্রমী চিন্তাভাবনা লক্ষ্য করা গিয়েছে ।

  Published by:Simli Raha
  First published:

  Tags: Viral Video

  পরবর্তী খবর