Viral:নতুন বউকে 'টাচ' করছে ফোটোগ্রাফার! থাপ্পড় কষাল বর, হাসতে হাসতে গড়িয়ে পড়ল স্ত্রী

হাসতে হাসতে মঞ্চে বসেই পড়লেন নববধূ৷ তাঁকে দেখে মজা পেলেন সকলে৷ সব লজ্জা সরিয়ে প্রাণ খুলে হাসলেন তিনি৷

হাসতে হাসতে মঞ্চে বসেই পড়লেন নববধূ৷ তাঁকে দেখে মজা পেলেন সকলে৷ সব লজ্জা সরিয়ে প্রাণ খুলে হাসলেন তিনি৷

 • Share this:

  #নয়াদিল্লি: বিয়ের অনুষ্ঠানে ছবি তোলা একটা বিশেষ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে থাকে৷ সেই ছবিতে সেরা বর-বউ-ই৷ কারণ তাঁদের দিকেই থাকে সকলের আকর্ষণ৷ বিয়ের দিনে সুন্দর করে সাজেন তাঁরা৷ সেরা পোশাক, গয়না, কী না থাকে৷ সঙ্গে আবার মেকআপের তুলির টানে পাত্র-পাত্রীও হয়ে ওঠেন যেন রূপকথার রাজপুত্র ও রাজকন্যা৷ তবে সেই পাত্র-পাত্রীর ছবি তুলতে গিয়ে হল যত সমস্যা৷ এবং সেই ভিডিও ভাইরাল৷

  ভিডিওতে দেখা গিয়েছে যে এক নব দম্পতি দাঁড়িয়ে রয়েছেন মঞ্চে৷ তাঁদের ছবি তুলছেন ফোটোগ্রাফার৷ নববধূ রয়েছেন লাল ঘাঘরা-চোলিতে৷ দেখেই মনে হচ্ছে যে একটা কোনও অবাঙালির বাড়ির বিয়ের অনুষ্ঠান৷ একের পর এক ছবি তুলছেন ফোটোগ্রাফার৷ প্রথমে স্বামী-স্ত্রীর একসঙ্গে৷ তারপর শুধু নতুন বউয়ের৷ কন্যা বেশ লাজুক লাজুক মুখে দাঁড়িয়ে৷ মাথাও লজ্জায় নিচু৷ কিন্তু কিছুতেই ফোটোগ্রাফারের মনে মত ছবি আসছে না৷ তাই নিজের মতো করে পাত্রীকে পোজ দিতে বলছেন তিনি৷ কখনও আবার হাত দিয়ে ঠিক করে দিচ্ছেন নববধূর মুখ৷ একবার ক্যামেরা তাক করে, আবার কখনও অন্য অ্যাঙ্গলে৷ স্ত্রীর মুখে ফোটোগ্রাফার এভাবে হাত দিচ্ছেন দেখে বেজায় রেগে গেলেন স্বামী৷ সজোরে দিলেন তার গালে চর কষিয়ে৷ পড়ে গেলেন ক্যামেরাম্যান৷ তাই দেখে শুরু হল বউয়ের হাসি৷ শাড়ি-গয়না পরেই গড়িয়ে পড়লেন তিনি৷

  হাসতে হাসতে মঞ্চে বসেই পড়লেন নববধূ৷ তাঁকে দেখে মজা পেলেন সকলে৷ সব লজ্জা সরিয়ে প্রাণ খুলে হাসলেন তিনি৷

  Published by:Pooja Basu
  First published: