হোম /খবর /লাইফস্টাইল /
বিয়ের পিঁড়িতে বসেই নতুন বউয়ের সামনে বরের সেরা পারফরমেন্স

ViralVideo: বিয়ের পিঁড়িতে বসেই নতুন বউয়ের সামনে বরের সেরা পারফরমেন্স, ভিডিওতে কাঁপল সোশ্যাল মিডিয়া, দুর্বার গতিতে ভাইরাল

বউয়ের গা ভর্তি গয়না, ঠোঁটে চওড়া হাসি, উপস্থিত নিমন্ত্রিতদের সামনেই সূচনা হল নতুন অধ্যায়ের

  • Last Updated :
  • Share this:

আজ বাংলার ফাল্গুন মাসের শেষদিন অর্থাৎ ফাল্গুন মাসের সংক্রান্তি ৷ এরপরেই আগামিকাল থেকেই চৈত্রমাস ৷ চৈত্র মাসে যেকোনও মাঙ্গলিক কাজ হয়না ৷ এটা বরাবারই হয়ে আসছে, শীতের পরে বসন্ত জুড়ে বিয়ে বাড়ি ও নানান আনন্দের উৎসবে মাতেন মানুষ ৷ বিয়েবাড়ির প্রতিটি মানুষ সে বাঙালি হন বা অবাঙালি এক আলাদা অনুভূতি নিয়ে আসে জীবনে ৷ বিয়ে মানেই প্রিয়জনদের সঙ্গে দেখা সাক্ষাৎ, অনেকদিন পরে আড্ডা আর আর বাঙালি আড্ডা দিতে জানে ৷

তবে সব থেকে বড় বিষয় হল বিয়ে পাত্রপাত্রী ৷ তাঁদের কাছেই নতুন করে জীবন শুরু করার দিন, নতুন জীবনে তাঁরা পদার্পণ করেন ৷ আগুনকে সাক্ষী রেখে সাত পাকে ঘোরেন ৷ বিয়ের নানান আচার আচরণের মধ্যে দিনেই মন্ত্র বাঁদা পরে দুই মন এক হয় ৷ এমনই এক মন ভাল করা গল্প দেখতে পাওয়া গিয়েছে ফেসবুকে জানুয়ারি মাসের আপলোড করা একটি বিয়ের ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে বিয়ে করতে বসেই সদ্য বিয়ে করা বউয়ের সেরা পারফরমেন্স বরের গেয়ে উঠলেন পরিণীতা ছবির গানটি 'প্রাণ দিতে চাই, মন দিতে চাই' বউ খুশিতে হাসলেন ৷ বরের প্রতি স্বস্তিতে বউয়ের মুখ খানি থেকে যেন আলো ঠিকরে ঠিকরে পড়ছে, তাতেই আলোকিত হলেন উপস্থিত সবাই ৷

উপস্থিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনেরা ধন্য ধন্য করলেন ৷ ভিডিও মন ছুঁয়ে গিয়েছে ৷ এমন ভালবাসার আগুনে সমস্ত খারাপকে পুড়িয়ে দিনে নতুন জীবনের পথে নব দম্পতি ভিডিওটি সুপার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ এক নজরেই দেখে নেয়া যাক সেই ভিডিওটি ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Viral Video