চোখে পাওয়ার, অথচ চশমা পড়তে ভুলে গিয়েছেন ? পড়তে পারেন মহা বিপাকে! যেমন পড়লেন এই মুহূর্তে নেট দুনিয়া্য 'ভাইরাল' হওয়া এক ঠাকুমা! চশমা ছাড়াই তিনি দোকানে গিয়েছিলেন মাসের বাজার করতে। আর তখনই ঘটল বিপত্তি! দোকানের তাক থেকে চায়ের বাক্সের বদলে কিনে ফেললেন কন্ডোমের বাক্স! বাড়ি ফিরে স্ত্রীর করা বাজার খুলে ঘোছাতে বসলেন স্বামী, আর তখনই তাঁর চোখ কপালে! ঠাকুমার কীর্তিতে হেসে খুন নাতনি! এরপর নাতনি নিজেই সোশ্যাল মিডিয়ায় এই হাস্যকর ঘটনার কথা জানিয়ে পোস্ট করেন! তারপরই নেট দুনিয়ায় 'হিরো' ঠাকুমা!
৭৬ বছরের বৃদ্ধা পাড়ার ডিপার্টমেন্টাল দোকানে গিয়েছিলেন চা, পাউরুটি আর কুকুরের জন্য খাবার কিনতে। কিন্তু চশমা ভুলে বাড়িতেই ফেলে এসেছিলেন। এবার দোকানের র্যাকে থরে থরে সাজানো ছিল কন্ডোমের বাক্স। তিনি টি-ব্যাগের বাক্স ভেবে ভুল করে কিনে ফেলেন ডিউরেক্স আল্ট্রা থিন কন্ডোমের বাক্স। স্ত্রীর কীর্তিতে রীতিমত বিপাকে পড়লেন স্বামী, এরপর নাতনিজেমা-ই সেই কন্ডোমের বাক্স দোকানে ফিরিয়ে পরিবর্তে চা কিনে আনেন। তিনি জানান, '' দোকানে গিয়ে রীতিমত অস্বস্তিতে পড়তে হয়েছিল! কিন্তু কী করব?' ঠাকুমা অবশ্য এই বিষয়ে 'কুল', জানালেন, ''সাধারণত আমার স্বামীই বাজার করেন। কিন্তু ওর শরীরটা খারাপ ছিল, বাধ্য হয়েই আমি বাজার করতে গিয়েছিলাম। যা চোখের সামনে পেয়েছি তুলে নিয়েছি!''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral grandma