গোলাপি তোয়ালে গায়ে জড়িয়ে নাচছেন তরুণী ৷ কালো ফ্রেমের চশমা পরা ওই তরুণী এরপর কী করেন, সেটা দেখার জন্যই টিভি খুলে বসেছিলেন কয়েকজন যুবক ৷ যেভাবে টাওয়েল নিয়ে কেরামতি দেখাচ্ছিলেন তরুণী, তাতে খুব তাড়াতাড়ি তিনি যে সেটা খুলে ফেলবেন, সেই আশাতেই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিলেন কয়েকজন যুবক ৷ কিন্তু পুরুষদের হৃদয়ে ঝড় তোলা মেয়েটি তোয়ালে খুলতেই হৃদয় ভেঙে চুরমার সকলেরই ৷
কারণ, টাওয়েল খুলতেই দেখা যায়, একটা মেরুন রঙের টপ ভিতরে পরে সে ৷ সেখানে লেখা ‘‘ আই লাইকড বিং এ গো-গো ডান্সার..’’ ৷ বুঝতেই পারছেন সব আশায় জল ঢাললে বুকের ভিতরটা তখন কেমন হতে পারে ৷ কয়েকজন যুবক হাততালি দিলেন ঠিকই, কিন্তু ততক্ষণে তাদের হৃদয় ভেঙে চৌচির ৷ একজন তো আবার মেঝে থেকে উঠতে গিয়ে সোজা টিভিটাকেই ভেঙে ফেললেন !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Towel Dance, Viral Video