#প্যারিস: বেতন মিলবে ১১ লক্ষ ৬৬ হাজার টাকা ৷ কাজ একটাই, এক টানা ছ’মাস ঘুমোতে হবে ! ভাবছেন এ আবার কেমন খবর৷ হ্যাঁ, এরকমই এক চাকরির সুযোগ মিলছে ফ্রান্সে ৷ যে চাকরির একমাত্র কাজ, নরম বিছানা এক টানা শুয়ে ঘুমোতে হবে ৷
ব্যাপারটা একটু খোলসা করা যাক ৷ ফ্রান্সের ইনস্টিটিউট অব স্পেস মেডিসিন এবং ফিজিওলজি বিভাগের গবেষকরা তাঁদের নতুন গবেষণার জন্য এরকমই কিছু কর্মী খুঁজছেন ৷ যাঁরা ঘুমোতে ভালবাসেন ৷ তবে ঘুমোলেই চলবে না ৷ গবেষকরা এই ছ’মাসকে ভাগ করেছেন নানা কাজে ৷ যার মধ্যে রয়েছে কাপড় কাচা, ঘর মোছা, বাসন মাজাও ৷ তবে বেশিরভাগ সময়টা বিছানায় শুয়ে ঘুমোতে হবে ৷
গবেষকদের কথায়, এই রিসার্চে দেখা হবে, এক টানা কোনও মানুষ যদি বিছানায় শুয়ে থাকে তাহলে তাঁর শরীরে কি কি পরিবর্তন হয়, তাই দেখা হবে ৷
তবে এই চাকরির জন্য কিছু নিয়ম তো মানতেই হবে ৷
১) এই চাকরি শুধু পুরুষদের জন্যই ৷ ২) বয়স হতে হবে ২০ থেকে ৪০ এর মধ্যে ৩) কোনওরকম নেশা থাকলে চলবে না ৷ ৪) কোনও কিছুতে অ্যালার্জি থাকলে চলবে না ৷ ৫) খেলাধুলোর অভ্যাস থাকা জরুরি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।