আজকাল বিয়ে মানে একটা ইভেন্ট। বিয়ের আগে থেকেই শুরু হয় প্রি ওয়েডিং ফটোশ্যুট। তারপর সঙ্গীত বা মেহেন্দি। এমন নানা কিছুতে জমজমাট হয়ে ওঠে বিয়ে বাড়ি। চারিদিকে ক্যামেরার ভিড়। সকলেই বিয়েটাকে একটু স্পেশাল করতে চান আজকাল। তবে আগে কিন্তু বিয়ে বড় করেও হলেও এখনকার মতো সেলিব্রেশন চোখে পড়ত না। ঠিক মতো সাজিয়ে দেওয়ার লোকই পাওয়া মুশকিল ছিল। সেখানে এখন বিয়ের জন্য আলাদা মেক-আপ ম্যান হয়। আপনি ওই সময়টার জন্য নিজেকে সর্বসেরা ভাবতেই পারেন।
তার ওপর সোশ্যাল মিডিয়া আসার পর থেকে আরও অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি। এই যেমন বিয়ের আগের রাতে বাবা-মেয়ের নাচ। ঘরোয়া পার্টি বা মেহেন্দি অনুষ্ঠানে নানা রকম পারফর্মেন্স করা হয়। তার মধ্যে নিজের আদরের লাডলি কন্যার সঙ্গে বাবার নাচ মানেই তা দারুণ মজার। ভালোবাসার।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তেমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মেয়ের বিয়ের আসর জমেছে। অফ হোয়াইট ড্রেস পরেছে কন্যা। আর বাবা সাদা কালো পোশাকে সেজেছেন। তারপর জমিয়ে নাচলেন তাঁরা। বাবার মুখের ভঙ্গি ছিল দেখার মতো। এই মজার ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হতেই ভাইরাল হয়।