#কলকাতা: শরীর অনেকটাই ভারী৷ ওজনও বেশ বেশী৷ তবে সে নিয়ে মোটেও চিন্তিত নন তিনি৷ রাস্তাঘাটে হয়ত অনেক সময়ই তাকে পড়তে হয় নানা বিদ্রুপ বা হাসিঠাট্টার মধ্যে৷ তবে সে সব থোড়াই কেয়ার৷ তিনি বাঁচেন নিজের মর্জিতে৷ তার মেজাজটাই আসল৷
সে কারণে এতটা মোটা হয়েও তার কোনও আড়ষ্ঠতা তৈরি হয়নি৷ বরং মুক্ত মনে তিনি গ্রহণ করছেন জীবনের সব আনন্দ! অন্য আর পাঁচটি মেয়ের মতো তিনিও সমানভাবে মজায় কাটাচ্ছেন দিন৷ এমনই এক স্থুল মহিলা গিয়েছেন এরোবিক্স ক্লাসে৷ সেখানে অন্যরাও হাজির৷ তবে অন্যদের থেকে তাঁর শরীর এতটাই ভারী যে সকলের নজরে পড়ছেন তিনি৷ এক সময় ডান্স মাস্টারও সন্দেহ প্রকাশ করেন যে তিনি ক্লাস ঠিকভাবে করতে পারবেন কি না৷ তবে মহিলা আত্মবিশ্বাসী৷ তিনি জানেন যে তা মোটা শরীর কোনওভাবেই বাধা হবে না তার কাজে৷ তাই মাস্টারকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি শুরু করেন তার শরীরচর্চা৷ এবং সত্যিই সুরের সঙ্গে তাল মিলিয়ে তিনি সাচ্ছ্বন্দে করে চলেন ডান্সিং স্টেপ৷ এতে শুধু মাস্টার খুশি নন, ক্লাসে উপস্থিত অন্য সকল মহিলারাও বাহবা দিতে থাকেন তাকে৷