#বারাণসী: সোশ্যাল মিডিয়া ও ভাইরাল ভিডিও-র দৌলতে পরিস্থিতি এমন যে এখন এগুলো ছাড়া জীবন অচল৷ অনেক কাজের মধ্যে যখন প্রচণ্ড চাপ তখন নিজের মনকে সামাণ্য আনন্দ দিতে এই ভিডিও একেবার চমৎকার দাওয়াইয়ের কাজ করে৷ কখনও সেখানে থাকে নাচ-গান৷ আবার কখনও সেটা হয় নিখাদ মজার ভাণ্ডার৷
তেমনিই হোলির এক জনপ্রিয় ভোজপুরি গানে মাঝ রাস্তায় তুমুল নাচে ব্যস্ত এক মহিলা৷ গানটি হল ‘‘দারু তো মহেঙ্গা হ্যায়, তাড়ি মাঙ্গয়ুঙ্গা’’- গানের তালে এক বিশালাকৃতি মহিলা বিন্দাস কোমর দুলিয়ে দুলিয়ে নেচে চলেছেন৷
সাধারণত মানুষ নিজেদের চেহারা নিয়ে অতিরিক্ত মাত্রায় সচেতন হন৷ বিশেষত সোশ্যাল মিডিয়ায় কোনও কিছু পোস্ট করার আগে দশবার নিজের লুক চেক করে নেন৷ কিন্তু পপুলার হওয়ার জন্য লুক নয় ট্যালেন্টই জরুরি৷ কারণ তথাকথিত সৌন্দর্য্যের নিরিখে এই হোলির গানে নাচা মহিলাকে কেউ সুন্দরী তকমা দেবেন না৷ কিন্তু এত মোটা শরীরেও যেভাবে সুরের তালে তা আন্দোলিত হচ্ছে তাতে একেবারে মজেছেন নেটিজেনরা৷
ভিডিও-র ভিউ লক্ষ লক্ষ ছাড়িয়ে যাচ্ছে৷ পাশাপাশি শেয়ার হচ্ছে দেদার৷ কমেন্টও করছেন সকলেই৷ মেরুণ কামিজ, ঘিয়ে রঙের পাতিয়ালা, গলায় কমলা চুনরি৷ তার সঙ্গে শরীরের বিভিন্ন অংশে আবীরের ছোঁওয়া৷ সবমিলিয়ে হোলির পারফেক্ট সেলিব্রেশন৷