#নয়াদিল্লি: বিয়ের আসরে বরের বন্ধুদের কর্মকাণ্ডে লজ্জায় লাল হলেন কনে৷ এমন মজা করলেন যে নববধূ রেগে গেলেন মারাত্মক৷ তবে বধূবেশে সেভাবে কিছু করে উঠতে পারলেন না, শুধু তাঁর চোখে মুখে পড়ল রাগের ছাপ! যা ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় (Viral on Social Media) ৷ বিয়ে বাড়ি মানেই চলে মজা-আনন্দ-হৈহুল্লোড়৷ কখনও কখনও আবার তা মাত্রা ছাড়িয়ে যায়৷ এমনই ঘটনা ঘটল এক বিয়ে বাড়িতে, যার ভিডিও রীতিমতো ভাইরাল (Viral)৷
ভিডিওয়ে দেখা গেল বর-কনে বসে রয়েছেন স্টেজে৷ তখনই এলেন বরের বন্ধুরা৷ নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে কনের হাতে তুলে দিলেন উপহার৷ রংচং-এ কাগজে মোড়া সেই উপহার পেয়ে প্রথমে খুশি হলেন নববধূ৷ সঙ্গে সঙ্গে তিনি উৎসাহের সঙ্গে খুলে ফেললেন কাগজ৷ উৎসুক হয়ে দেখতে চাইলেন ভিতরে কী রয়েছে৷ কিন্তু যা বেরিয়ে এল, তাতে রাগে-লজ্জায় লাল হল কনের মুখ৷ সঙ্গে সঙ্গে হাত থেকে তা ছুড়ে ফেলে দিলেন তিনি৷ কিন্তু কী ছিল সেই উপহার, যা দেখে এত রাগ কনের?
বরের বন্ধুরা মজা করে উপহার দিয়েছিল দুধের বোতল! অর্থাৎ তাদের ইঙ্গিত ছিল বিয়ের পরই সন্তানসম্ভবা হোক তাদের প্রিয় বৌদি৷ যার জন্য আগে থেকেই এই আয়োজন৷ আর পরিবারের সকলের সামনে এমন ইঙ্গিত মেনে নিতে পারলেন না নববধূ৷ তাই তিনি ভীষণ অপমানিত বোধ করলেন৷ ফলে তিনি উপহার ছুড়ে ফেললেন এবং বরের বন্ধুদের এমন মজাতে একবিন্দুও আনন্দ পেলেন না কনে৷ নিজেরাই দেখুন সেই ভিডিও৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bride, Viral Video