কয়েকদিন আগেই রাজ্যের ওপর দিয়ে বয়ে গিয়েছে ভয়ানক ঝড় আমফান। এতে ক্ষতিও হয়েছে অনেক। গাছ উপড়ে গিয়েছে হাজার হাজার। সুন্দরবন প্রায় শেষ। সবচেয়ে বেশি ক্ষতি দক্ষিণবঙ্গের হয়েছে। এই সময় বেশ কিছুদিন ইলেকট্রিক সার্ভিস ব্যহত ছিল গোটা শহরে। তাতে অনেকেই বেশ বিরক্ত হয়েছেন। স্বাভাবিক, মানুষের কষ্টও হচ্ছিল। কিন্তু এই বিদ্যুৎকর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে গোটা দেশের বিদ্যুতের তার জোড়েন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একজন যুবক তারের ওপর দিয়ে বেয়ে বেয়ে এগিয়ে গেলেন, ঠিক যেন বাঁদরের মতো। গিয়ে গাছের ডাল সরিয়ে দিলেন যুবক। তারপর আবার নিচে নেমে এলেন তিনি। এই ভয়ানক ভিডিও সামনে আসতেই শেয়ার হতে থাকে। ভিডিওটি ভারতেরই।