corona virus btn
corona virus btn
Loading

দশকের শেষ সূর্যগ্রহণ, দেখে নিন কোন রাশির উপর কী প্রভাব পড়বে...

দশকের শেষ সূর্যগ্রহণ, দেখে নিন কোন রাশির উপর কী প্রভাব পড়বে...

রাশিচক্রের দিক দিয়ে এই গ্রহণের প্রভাব সব রাশির উপরে কমবেশি পড়বে।

  • Share this:

#কলকাতা: দশকের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে বৃহস্পতিবার। দেখা যাবে বিরল রিং অফ ফায়ারও। টানা তিন ঘণ্টার এই সূর্যগ্রহণ দেখা যাবে কলকাতা থেকেও।

বলয়গ্রাস সূর্যগ্রহণ কি? সূর্য, চাঁদ ও পৃথিবী এক সরলরেখায় চলে আসলে গ্রহণ হয়। নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবী ও সূর্যের মাঝে এসে পড়ে চাঁদ। তখন পৃথিবীর কিছু জায়গা থেকে সূর্য আংশিক বা পুরোপুরি ঢেকে যায়। চাঁদের ছায়া এসে পড়ে পৃথিবীর উপর। এর ফলে সূর্যকে একটি বলয়ের মত দেখায়। রাশিচক্রের দিক দিয়ে এই গ্রহণের প্রভাব সব রাশির উপরে কমবেশি পড়বে।

মেষ- চাকরি বা ব্যবসায় উন্নতির যোগ রয়েছে ৷

বৃষ- আত্মবিশ্বাসী থাকবেন এবং সমস্যার সমাধান করতে পারবেন ৷

মিথুন- চাকরিতে উন্নতি, নতুন ব্যবসা শুরু করার সম্ভাবনা রয়েছে ৷ পাশাপাশি অর্থ লাভ হতে পারে ৷

কর্কট- মানসিক দুশ্চিন্তায় ভুগবেন ৷

সিংহ- অতি উৎসাহ দেখাবেন না ৷ বন্ধুদের সঙ্গে মতভেদ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ পরিবর্তনের যোগ রয়েছে ৷

কন্যা- ব্যবসার পরিস্থিতি বদলাবে ৷ পুরনো বন্ধুর সাহায্যে অর্থ লাভ হতে পারে ৷

তুলা- অতিরিক্ত মাত্রায় রাগ থাকবে ৷ তবে চাকরির ক্ষেত্রে পরিবর্তন অনুকুল থাকবে ৷

বৃশ্চিক- আত্মবিশ্বাস কম থাকবে ৷ ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে ৷ তীর্থ যাত্রার যোগ রয়েছে ৷

ধনু- ধৈর্য কম থাকবে ৷ একাধিক ক্ষেত্রে সাফল্য পাবেন ৷ নতুন বাড়ি কেনার যোগ রয়েছে ৷

মকর- পারিবারিক জীবনে চলতে থাকা সমস্যা শেষ হবে ৷ সন্তানের কাছ থেকে সুখবর পেতে পারেন ৷

কুম্ভ- মায়ের শারীরিক অবস্থার অবনতি হতে পারে ৷ নতুন বাড়ি বা জমি লাভের সম্ভাবনা রয়েছে ৷

মীন- চাকরি ক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন ৷ এর জেরে অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে ৷

Published by: Dolon Chattopadhyay
First published: December 26, 2019, 9:38 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर