• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • Conjunctivitis হলে কী করবেন ও কী করা উচিৎ নয় ?

Conjunctivitis হলে কী করবেন ও কী করা উচিৎ নয় ?

বর্ষাকালে মানেই একাধিক রোগের প্রকোপ ৷ বৃষ্টির জলে ভিজে বা না ভিজেও ভাইরাল জ্বর যেমন আছে, তেমনি আবার Conjunctivitis -ও খুবই ‘কমন’ রোগ এই সময় ৷

বর্ষাকালে মানেই একাধিক রোগের প্রকোপ ৷ বৃষ্টির জলে ভিজে বা না ভিজেও ভাইরাল জ্বর যেমন আছে, তেমনি আবার Conjunctivitis -ও খুবই ‘কমন’ রোগ এই সময় ৷

বর্ষাকালে মানেই একাধিক রোগের প্রকোপ ৷ বৃষ্টির জলে ভিজে বা না ভিজেও ভাইরাল জ্বর যেমন আছে, তেমনি আবার Conjunctivitis -ও খুবই ‘কমন’ রোগ এই সময় ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  বর্ষাকালে মানেই একাধিক রোগের প্রকোপ ৷ বৃষ্টির জলে ভিজে বা না ভিজেও ভাইরাল জ্বর যেমন আছে, তেমনি আবার Conjunctivitis -ও খুবই ‘কমন’ রোগ এই সময় ৷ চোখের এই অসুখের জন্য যথেষ্ট সমস্যায় পড়তে হয় ৷ তার উপর  এই রোগ আবার ছোঁয়াচে ৷ অর্থাৎ ঠিক না হওয়া পর্যন্ত কাজকর্ম ছেড়ে প্রায় ঘরবন্দী হয়ে থাকতে হয় ৷

  এই অসুখ প্রথমে একটি চোখে হয়। পরে দ্রুত অন্য চোখেও ছড়িয়ে পড়ে।চোখ থেকে ক্রমাগত জল পড়তে থাকে এবং চোখের নীচের অংশ ফুলে যায় এবং লাল হয়ে যায়। এর ফলে জ্বালাভাব এবং চুলকানো দু’টোই হয় ৷ যা সত্যি অস্বস্তিকর ৷ এখন কোনও রোগই আটকানোর বিষয়টা আপনার হাতে নেই ৷ তাই Conjunctivitis হলে কী করবেন জেনে নিন ৷

  # কিছুক্ষণ অন্তর অন্তর চোখে ঠান্ডা জলের ঝাপটা দিতে থাকুন। তবে জলের ঝাপটা দেওয়ার আগে হাতটা ভাল করে সাবান দিয়ে ধুয়ে নেবেন।

  # ভেজা চোখ মুছতে টিস্যু পেপার ব্যবহার করুন এবং চোখ মোছার পর পেপারটি অবশ্যই ডাস্টবিনে ফেলুন ৷ নাহলে এর থেকেও রোগ ছড়াতে পারে ৷

  # চশমা ব্যবহার করুন। এর ফলে আপনার চোখ ভুলবশত হাত লেগে যাওয়া এবং ধুলো -ধোঁয়া থেকে বাঁচবে।

  # চিকিৎসকের পরামর্শ নিয়ে চোখে অ্যান্টিবায়োটিক ড্রপ দিন।

  # আপনার ব্যবহার করা কোনও সামগ্রী অন্যকে ব্যবহার করতে দেবেন না ৷  এছাড়া Conjunctivitis হলে বাড়িতে থাকারই চেষ্টা করুন ৷ কারণ কোথাও গেলে আপনার থেকে অন্যদের এই রোগ ছড়াতে পারে ৷

  যা করবেন না-

  # চোখ চুলকানো একেবারেই চলবে না ৷ এতে সমস্যা বাড়ে ৷

  # ডাক্তারের প্রেসক্রাইব করা আইড্রপই ব্যবহার করুন ৷ অন্য কারোর আই ড্রপ ব্যবহার করবেন না ৷

  # নিজের যেখানে বসবেন এবং যা ব্যবহার করবেন, তা অন্যদের ব্যবহার করতে দেবেন না ৷ কারণ এতে রোগ ছড়াবে ৷

  # সম্ভব হলে আলাদা বাথরুম ব্যবহার করুন।

  First published: